এক হাতের ফাঁক দিয়ে এমন কাজ করলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। ব্যক্তিগত জীবন হোক কিংবা শারীরিক গঠন, সবকিছু নিয়েই বিতর্ক তাকে তাড়া করতে থাকে। গতবছর প্রায় হঠাৎই অনেকটা ওজন বাড়িয়ে ফেলেছিলেন অভিনেত্রী।…

শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। ব্যক্তিগত জীবন হোক কিংবা শারীরিক গঠন, সবকিছু নিয়েই বিতর্ক তাকে তাড়া করতে থাকে। গতবছর প্রায় হঠাৎই অনেকটা ওজন বাড়িয়ে ফেলেছিলেন অভিনেত্রী। সেই সময় সোশ্যাল মিডিয়ার ট্রলের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলেছিলেন। কিছুদিন পরে শ্রাবন্তীকে ওয়ার্ক আউট করতেও দেখা যায়। প্রথম কয়েকদিন সাধারণ ওয়ার্কআউট করলেও পরবর্তীকালে কঠিন ওয়ার্ক অাউট করছেন অভিনেত্রী। তবে এবারে, তিনি একদম নতুন কিছু যোগাসন ট্রাই করতে শুরু করেছেন, যেগুলি মোটেও খুব একটা সহজ নয়। সম্প্রতি তার instagram-এ তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে হার্ড ওয়ার্কআউট এবং কিছু কঠিন এবং অভিনব এক্সারসাইজ করতে দেখা যাচ্ছে।

হাতের পাতার উপরে ব্যালেন্স করে একটি টেনিস বল কন্ট্রোল করছেন তিনি। ওই টেনিস বল একেবারেই না নড়িয়ে শুধুমাত্র এক হাতের উপর ভর করেই পুরো শরীর ঘুরিয়ে ফেলেছেন অভিনেত্রী। আর এই ভিডিও দেখে সবাই একেবারে অবাক। তারাও এই ওয়ার্ক আউটের জন্য শ্রাবন্তীর প্রশংসা করছেন যারা আগে শ্রাবন্তীকে কটু কথা শুনিয়েছিলেন ওজন বৃদ্ধির জন্য। অভিনেত্রীর পরনে রয়েছে কালো গোলাপি রঙের জেগিনস এবং নীল রঙের টিশার্ট। চুল প্রপার পোনিটেল করা। ভিডিওটি শেয়ার করে তিনি নিজের ফিটনেস কোচ অরিজিৎকে ধন্যবাদ জানিয়েছেন। এটি ছিল আদতে একটি মোবিলিটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে, অভিনেত্রী আরো নমিনেট করেছেন নিজের চার বন্ধুকে।

এই ভিডিওতে কমেন্ট করেছেন জলি চন্দ। এছাড়াও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এই ভিডিও দেখে অবাক। অনুরাগীরাও তাদের প্রিয় অভিনেত্রীকে নতুন রূপে দেখে বেশ আনন্দিত। তবে চাপে পড়েছেন শ্রাবন্তীর সেই সমস্ত বন্ধুরা যাদেরকে তিনি নমিনেট করেছেন এই চ্যালেঞ্জ করার জন্য। এখন দেখা যাক শ্রাবন্তীর বন্ধুরা তার মত পারফেক্ট ভাবে এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারেন কিনা।