Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তৃতীয় স্বামী রোশনের সমস্ত ছবি উধাও, ফের সিঁথিতে সিঁদুর লাগিয়ে ভাইরাল হলেন শ্রাবন্তী

Updated :  Saturday, November 7, 2020 10:13 PM

ইতিমধ্যে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙ্গন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে টলি পাড়ায়। তৃতীয় স্বামী রোশন সিং এর সমস্ত ছবি উধাও অভিনেত্রীর ইন্সটাগ্রাম পেজ থেকে। অথচ এরই মধ্যে শ্রাবন্তী বেশ চওড়া করে ‘সিঁথিতে সিঁদুর’ দিয়ে ছবি পোস্ট করেছেন মেক আপ আর্টিস্ট সুবীর মান্নার সঙ্গে। আজ সুবীর মান্নার জন্মদিন, তাই তাঁর সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। দেখুন সেই ছবি……………

 

View this post on Instagram

 

Wishing you a very happy birthday dear @manna.subir ?????

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

২০০৩ এ পরিচালক রবি কিনাগির ‘চ্যাম্পিয়ন’ ছবির হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রাখেন শ্রাবন্তী চ্যাটার্জি। সেই বছরই পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়েও করেন। ঘরে আসে ঝিনুক। এর কিছু বছর পরে ডিভোর্স হয় পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। নতুন সম্পর্কে জড়ান শ্রাবন্তী। মডেল, ফোটোগ্রাফার কৃষাণ ভিরাজের সঙ্গে ছাঁদনাতলা পর্যন্ত যান। সেই সম্পর্কও টেকে নি অভিনেত্রীর। তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। এবারে সেই বিয়ে নিয়েও চলছে সংশয়। বিচ্ছেদের সুর ঘোরাফেরা করছে টলি পাড়ায়। তবে কি আবারও নতুন কিছু ঘটতে চলেছে টলি ডিভা শ্রাবন্তীর জীবনে!