পাহাড়ের কোলে শ্রাবন্তীর বর একাকী রোশন ঘুরছেন, সঙ্গে নেই শ্রাবন্তী। ব্যস্ত জীবন থেকেই কিছুটা বিরতি নিলেন কি তবে তিনি? এতদিন ধরে গুঞ্জন চলে আসছে বিয়ে ভাঙ্গন নিয়ে। ইন্সটাগ্রাম থেকে উভয়েই তাঁদের বিয়ের ছবি গায়েব করে দিয়েছেন, পুজোর সময় দুই জনকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। টলি পাড়ায় এই নিয়ে বিরাট শোরগোল উঠেছে। তবে কি শ্রাবন্তীর তৃতীয় বিয়েও মজবুত হল না! ঠিক এই গুঞ্জনের মধ্যেই অভিনেত্রী ফিটনেস হাব খোলেন মধ্যমগ্রামে। অন্যদিকে রোশনকেও দেখা যায় পাহাড় ভ্রমণে।
View this post on Instagram
সকল গুঞ্জনের মাঝে রোশন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দিয়ে দেন তারিখও। এক পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷ নেটিজেনদের ধারণা তবে কি সব কিছু থেকে ব্রেক নিলেন রোশন! অবশ্য সম্পর্কের ব্যপারে দুইজনেই স্পিকটি নট।















Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside