টলিউডবিনোদন

Tollywood Actress: শ্রাবন্তী-স্বস্তিকা-শুভশ্রী সহ টলি নায়িকাদের পড়াশোনা কতদূর?

Advertisement

বাংলা চলচ্চিত্র জগতে সুন্দরী অভিনেত্রীর সংখ্যা নেহাতই হাতে গোনা নয়। তারা প্রতিনিয়ত মনোরঞ্জন করে চলেছেন নিজের অগণিত ভক্তদের পাশাপাশি সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের দর্শকদের। আর সেইসমস্ত অভিনেত্রীদের নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকদেরও। বিশেষ করে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণভাবে আগ্রহী মিডিয়া থেকে সাধারণ সকলেই। তাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা কারণে অকারণে চর্চার আলোয় উঠে আসেন। তবে সেইসমস্ত প্রথম সারির সুন্দরী ডাকসাইটে অভিনেত্রীদের শিক্ষাগতা যোগ্যতা কতদূর? তা অবশ্য জানেন না অনেকেই। এই নিবন্ধে টলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতার কথাই উল্লেখ করা হবে।

অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা:

১) ঋতুপর্ণা সেনগুপ্ত: ৯০’এর দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। যিনি রুপে ও গুণে আজও টেক্কা দেন বর্তমানের অভিনেত্রীদের। ইনি লেডি ব্র্যাবর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়েছিলেন।

২) শ্রীলেখা মিত্র: প্রায়ই কারণে-অকারণে নেটদুনিয়ায় চর্চায় থাকেন শ্রীলেখা মিত্র। বেশিরভাগ সময় নিজের পোশাক ও নিজের মন্তব্যের সূত্র ধরেই চর্চায় থাকতে দেখা যায় তাকে। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে শ্রীলেখা মিত্র জয়পুরিয়া কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হয়েছেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে এম.এ-র পড়াশোনা শুরু করলেও তা শেষ করতে পারেননি। সেইসময় একটি পাঁচতারা হোটেলে তিনি চাকরিতে ঢুকে গিয়েছিলেন।

৩) পাওলি দাম: টলিউডের পাশাপাশি বলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রী তিনি। ইনি বিদ্যাসাগর কলেজ থেকে কেমেস্ট্রি অনার্স নিয়ে পাস করেছেন। পরবর্তীকালে রাজাবাজার সাইন্স কলেজ থেকে কেমেস্ট্রি নিয়েই নিজের পোস্ট গ্রেজুয়েশনের পড়াশোনা শেষ করেছিলেন তিনি।

৪) পায়েল সরকার: বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বড়পর্দা থেকে ওয়েব সিরিজ সব জায়গাতেই দেখা মিলেছে তার। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পায়েল।

৫) স্বস্তিকা মুখার্জ্জী: টলিউডের অন্যতম ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী তিনি। প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রি হোক কিংবা মিডিয়া ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে এই নামডাক তার। ইনিও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই নিজের স্নাতক হওয়ার পড়াশোনা শেষ করেছিলেন। ইতিহাসে স্নাতক স্বস্তিকা।

৬) শ্রাবন্তী চ্যাটার্জী: ইনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। শ্রাবন্তী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন। তবে এই ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পর্যন্তই। ‘সারদা বিদ্যাপীঠ স্কুল’ থেকেই মাধ্যমিক পাস করেছিলেন অভিনেত্রী। শিক্ষাগত যোগ্যতা বেশি দূর না হলেও তিনি যে একজন দক্ষ অভিনেত্রী, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

৭) কোয়েল মল্লিক: কোয়েল টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। রঞ্জিত মল্লিকের মেয়ে তিনি। তবে শুধুমাত্র বাবার পরিচয়ের উপর ভিত্তি করে নয়, নিজের অভিনয় দক্ষতার জন্যই আজ তিনি প্রতিষ্ঠিত এই ইন্ডাস্ট্রিতে। উল্লেখ্য, কোয়েল গোখেল মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজি নিয়ে নিজের স্নাতক হওয়ার পড়াশোনা শেষ করেছিলেন।

৮) শুভশ্রী গাঙ্গুলী: বর্তমানে ইউভানের মা হিসেবেই বেশি পরিচিত হতে পছন্দ করেন অভিনেত্রী। শুভশ্রী লখনঊয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে নিজের স্নাতকোত্তের পড়াশোনা শেষ করেছিলেন।

৯) নুসরাত জাহান: প্রায় গত একবছর ধরে নিজের ব্যক্তিগত জীবনকে ঘিরে মিডিয়ার পাশাপাশি সমগ্র সাধারণের মাঝেও চর্চিত নুসরাত জাহান। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, ভবানীপুর কলেজ থেকে বি.কম অনার্স পাশ করেছেন নুসরাত। এই মুহূর্তে তৃণমূলে সাংসদের পদও সামলাচ্ছেন অভিনেত্রী।

১০) মিমি চক্রবর্তী: তৃণমূলের অন্যতম সাংসদ মিমি চক্রবর্তী। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, টলিউডের এই প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী আশুতোষ কলেজ থেকে বিএ পাস করেছেন।

১১) রুক্মিণী মৈত্র: টলিউডের সুপারস্টার দেবের দীর্ঘদিনের প্রেমিকা রুক্মিণী মৈত্র। অভিনেতার হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। এই মুহূর্তে বেশ কয়েকটি হিট ছবিতে কাজও করে ফেলেছেন রুক্মিণী। লড়েটো থেকে নিজের গ্রাজুয়েশনের পড়াশোনা শেষ করেছিলেন তিনি। পরে কেরালার আইআইএম থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে এমবিএও করেছেন অভিনেত্রী।

Related Articles

Back to top button