Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সিগারেট হাতে রাইমা সেনের ছবি ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়, দেখুন ছবি

Updated :  Tuesday, July 28, 2020 10:29 PM

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। ইনস্টাগ্রামে তিনি ছবি পোস্ট করার ফলে বেশ শোরগোল সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন ফটোশুটের ছবির মাঝে মাঝে পোস্ট করেন। কোথাও ঘুরতে গেল তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন এবং সেখান থেকে অনেক লাইক-কমেন্ট ঝুলিতে ভরে অভিনেত্রী। তার মা মুনমুন সেনের সঙ্গে উপর মাঝেমাঝে ছবি পোস্ট করেন।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ফটোশুটের সময় তিনি শুয়ে সিগারেট হতে পোজ দিয়েছেন। এই ভিডিও পোস্ট করতে না করতেই রিপোস্ট করতে শুরু করেন তার অনুরাগীরা। তার এই ছবিতে ১৭ হাজারের বেশি লাইক পড়েছে। কমেন্টে ও তার ছবির প্রশংসা করেছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

@nomadicphotographer #smoking ?

A post shared by Raima Sen (@raimasen) on

আর তার টলিউডের ঋতুপর্ণ ঘোষ সৃজিত মুখোপাধ্যায়ের, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমূখ নামিদামী পরিচালক প্রযোজকদের সঙ্গে কাজ করা হয়ে গেছে। তিনি প্রায় তার অভিনীত ছবি গুলিতেই প্রশংসা পেয়েছেন দর্শকদের কাছ থেকে। ধীরে ধীরে তিনি বেশ জায়গা করে নিয়েছেন মানুষদের মনে।

 

View this post on Instagram

 

#smokingisinjurioustohealth #justaportrait ?

A post shared by Raima Sen (@raimasen) on