Today Trending Newsদেশনিউজ

অপেক্ষায় দেশবাসী, আগামীকাল কি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী?

Advertisement

আগামীকাল সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে ভিডিওতে বার্তা দেবেন বলে ট্যুইট করেন। ইংরেজি ও হিন্দিতে ট্যুইট লেখেন তিনি। ট্যুইটে তিনি লেখেন যে আগামীকাল সকাল ৯টায় তিনি সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে একটি ছোটো ভিডিও বার্তা দেবেন। এছাড়া তিনি লকডাউনের সময় দেশের সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানান।

করোনা নিয়ে প্রধানমন্ত্রী এর আগেও ২ বার জাতির উদেশ্যে ভাষণ দিয়েছিলেন। প্রথমবার তিনি ভাষণে জনতা কার্ফুর কথা ঘোষণা করেন। আর দ্বিতীয়বার ২১ দিন লকডাউন জারির কথা ঘোষণা করেন। কালকের এই ভাষণ নিয়েও মানুষের মনে নানা প্রশ্ন জাগছে। অনেকে মনে করছেন যে মোদী হয়ত করোনা ভাইরাস নিয়েই কিছু বলবেন।

আজ বিকেলে প্রধানমন্ত্রী দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছিলেন। বৈঠকে তিনি সবাইকে লকডাউনের পর সাধারণ মানুষকে এই আটকে পড়া অবস্থা থেকে বার করে আনতে  একটি কমন পরিকল্পনা তৈরী করা গুরুত্বপূর্ণ বলেছেন। প্রসঙ্গত, দেশে এখনও পর্যন্ত করোনাতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬৫ জন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের। আর সুস্থ হয়েছেন ১৫১ জন।

Related Articles

Back to top button