কলকাতানিউজ

আমফান মোকাবিলায় আগামীকাল বন্ধ থাকবে কলকাতার সব দোকানপাট, নির্দেশ প্রশাসনের

Advertisement

ঘূর্ণিঝড় আমফানের তান্ডব থেকে রক্ষা পেতে সতর্ক প্রশাসন। আবহাওয়া দফতর রাজ সরকারকে আগামীকাল কলকাতার সমস্ত দোকানপাট, অফিস বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া মানুষজনকে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। তার পাশাপাশি কলকাতার সমস্ত পুরানো ও বিপদজ্জনক বাড়িতে থাকতে বারণ করা হয়েছে। নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে প্রশাসন।

কলকাতার বিভিন্ন এলাকা ও বাবুঘাটে গঙ্গার ধারে মাইকিং করছে কলকাতা পুলিশ। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, এই দুর্যোগে সরকারি সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা রয়েছে। রাজ্যের কন্ট্রোল রুমের নম্বরগুলি হল- ২২১৪৩৫৩৬ এবং ২২১৪১৯৯৫। আর টোল ফ্রি নম্বর হল- ১০৭০। আজ সারারাত কন্ট্রোলরুমে থেকে সব নজরদারি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার IMD ও  NDRF সাংবাদিক বৈঠকে আরেক বার সতর্কবার্তা দিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন যে ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর এটা দ্বিতীয় সুপার সাইক্লোন। সমুদ্রে বর্তমানে এর গতিবেগ প্রতি ঘন্টায় ২০০-২৪০ কিলোমিটার আছে। NDRF-র ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, এই সুপার সাইক্লোনের মোকাবিলায় ২৪ টি দলের বাহিনী নামানো হয়েছে। ওড়িশায় ১৫ টি দল পাঠানো হয়েছে। আর পশ্চিমবঙ্গে ১৯ টি দল পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button