Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIDEO: স্লিভলেস ব্লাউজে বৌদির অনবদ্য নাচ, ইন্টারনেটে তুমুল ভাইরাল

ইদানিং নেটদুনিয়ায় কয়েকটি ভিডিও বোল্ডনেসের সীমা অতিক্রম করছে। এই ভিডিওগুলির ভিউ যথেষ্ট। ফলে কোনো পরিশ্রম ছাড়াই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠছেন বহু নারী। অনেকে নিজেদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচয়…

Avatar

ইদানিং নেটদুনিয়ায় কয়েকটি ভিডিও বোল্ডনেসের সীমা অতিক্রম করছে। এই ভিডিওগুলির ভিউ যথেষ্ট। ফলে কোনো পরিশ্রম ছাড়াই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠছেন বহু নারী। অনেকে নিজেদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচয় দিলেও প্রকৃওপক্ষে তাঁরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকেন। অনেকে ইন্সটাগ্রামে আপলোড করেন সিডাক্টিভ ভিডিও। অনেকে আপলোড করেন খোলামেলা পোশাকে ডান্স ভিডিও। এঁদের মধ্যে রয়েছেন তোশি দ্বিবেদী (Toshi Dwivedi)। তোশির ইন্সটাগ্রাম হ্যান্ডলে তিনি নিজেকে শিল্পী বলে পরিচয় দিয়েছেন। এমনকি পেইড প্রোমোশনের ইচ্ছাও প্রকাশ করেছেন।

সম্প্রতি তোশির একটি ডান্স ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে তোশির পরনে রয়েছে লাল রঙের শাড়ি। শাড়িটি শাইনি মেটিরিয়াল দিয়ে তৈরি। শাড়ির পাড়ে সোনালি জরি বসানো রয়েছে। শাড়ি জুড়ে রয়েছে ফ্লোরাল প্রিন্ট। এই শাড়ির সাথে লাল রঙের সিল্কের ব্লাউজ টিম আপ করেছেন তোশি। ব্লাউজটি স্লিভলেস। উজ্জ্বল মেকআপ করেছেন তিনি। দুই চোখের কোল ভরেছেন কালো কাজলে। ঠোঁট রাঙিয়েছেন লাল রঙের লিপস্টিকে। তোশির দুই কানে রয়েছে শাড়ির সাথে মানানসই লাল রঙের ঝুমকি। গলায় রয়েছে মঙ্গলসূত্র। সিঁথি রাঙানো লাল সিঁদুরে। দুই হাত ভরে রয়েছে লাল-সোনালি কাঁচের চুড়ি। চুলে কয়েকটি ক্লিপ আটকেছেন তোশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রিলে দেখা যাচ্ছে, একটি ব্রিজের উপর নাচ করছেন তিনি। চারিদিকে গাড়ি চলাচল করছে। রাকেশ মিশ্র (Rakesh Mishra) ও শিল্পী রাজ (Shilpi Raj)-এর গাওয়া ভোজপুরি গান ‘ঝলকতা’-এর সাথে রিল বানিয়েছেন তোশি। নাচের শুরুতে ঠুমকা লাগিয়েছেন তিনি। ব্যস্ত রাস্তায় যথেষ্ট সপ্রতিভ ভাবে নেচেছেন তোশি। কিন্তু নাচতে গিয়ে ছিঁড়ে গিয়েছে তোশির মঙ্গলসূত্র। তবে কোনো পরোয়া না করেই নেচেছেন তোশি। তোশির এই ভিডিওটি সাড়ে পাঁচ হাজার নেটিজেন পছন্দ করেছেন। অনেকে তাঁর নাচের প্রশংসাও করেছেন।

About Author