Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জঙ্গল সাফারি গাড়িতে চিৎকার করছিল পর্যটকরা, বিগড়ে গেল হাতির মেজাজ, তারপর…

Updated :  Thursday, May 11, 2023 1:06 PM

আজকাল পৃথিবীর প্রত্যেকটি দেশে ফ্লোরা ও ফণা সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে সরকার বেশকিছু ওয়াইল্ড লাইফ পার্ক তৈরি করে। এই সমস্ত ন্যাশনাল পার্কে সেই অঞ্চলের সমস্ত বন্য প্রাণী বসবাস করে। এই জঙ্গলের কোর এলাকার বাইরে একটি জঙ্গলের অংশ থাকে, যাতে সাধারণ মানুষ গাড়ি নিয়ে ভ্রমণ করতে পারেন। এই অঞ্চলেও হিংস্র বন্য প্রাণী পাওয়া যায়। আমাদের দেশ ভারতেও রয়েছে এমন কিছু পার্ক যেখানে অবাধে ঘুরে বেড়ায় হিংস্র পশু পাখিরা। তবে এই সমস্ত পার্কে জঙ্গল সাফারিও হয়। সম্প্রতি জঙ্গল সাফারি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা দেখে সকলের কিছু শিক্ষা নেওয়া উচিত।

বিশেষ করে জঙ্গল সাফারিতে পর্যটকদের একটি জিপে করে জঙ্গলের মাঝখানে ঘোরানো হয় এবং সেখানেই দেখা মেলে বিভিন্ন পশু পাখির। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে জঙ্গল সাফারিতে যাওয়া এক দল পর্যটকের গাড়ির সামনে চলে আসে একটি বিরাট হাতি। এই মুহূর্তে ওই পর্যটকের দল শান্ত না থেকে চিৎকার করতে শুরু করে। আর এই চিৎকার শুনে মেজাজ বিগড়ে যায় হাতির। সে রীতিমত পর্যটকদের গাড়ির পিছনে ধাওয়া করে। আর এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে তুমুল ভাইরাল হয়ে গেছে।

ইন্টারনেট দুনিয়াতে এই জঙ্গল সাফারির ভিডিও শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা। তিনি টুইটারে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “আপনি যদি সাফারি গাড়িতে বসে থাকেন, তবুও সামনে হাতি দেখে ভয় পান, তাহলে জঙ্গলে যাবেন কেন? আর এত জোরে চিৎকার করছেন কেন? জঙ্গল সাফারিতে মানুষের মতো শান্ত এবং ভদ্র হোন।” ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।