দেশ

Traffic Rules: একটি গাড়ির জন্য একদিনে কতবার হতে পারে চালান? জানুন ট্রাফিক সম্পর্কিত নিয়ম

আপনি যদি ট্রাফিক নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে একটা দারুন খবর

Advertisement

এবারে ভারতের সাধারণ মানুষের জন্য ভারত সরকার নিয়ে এসেছে বেশ কিছু নতুন নিয়ম। এই সমস্ত নিয়ম না মানলে মোটা অংকের জরিমানা দেওয়া হবে প্রতিটি মানুষকে। দেশে প্রতি মাসে লাখ লাখ মানুষ কোটি কোটি টাকার চালান পেয়ে থাকেন। সাধারণত অনেক মানুষ বিশ্বাস করেন, যদি একবার একটি গাড়ির চালান হয়ে যায় তাহলে আর সারাদিন চালান কাটা হবে না। কিন্তু সেই ধারণাটা একেবারেই ভুল। যদি আপনার একবার চালান হয়ে থাকে, এবং যদি আপনি আরো একবার ভুল করেন, তাহলে কিন্তু আরো একবার চালান কাটতে পারে আপনার। সেই কারণে যানবাহন চালানোর সময় অবশ্যই আপনাকে ট্রাফিক নিয়মের পালন করতে হবে। যদি দেখা যায় ড্রাইভার ট্রাফিক নিয়ম পালন করেননি, তাহলে ট্রাফিক পুলিশ অথবা ক্যামেরার দ্বারা অনলাইনে চালান পাঠিয়ে দেওয়া হয়। আর তখনই অনেকে ভুল বুঝে ফেলেন, এবং আরো একবার ভুল করলে, আরো একবার চালান হয়ে যায়। চলুন তাহলে এই নিয়মের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কি আসলে নিয়ম?

যদি চালানের নিয়ম সম্পর্কে আমরা কথা বলি, তাহলে কিছু পরিস্থিতিতে আপনাদের ধারণা হয়তো ঠিক। মোটর যান আইনের অধীনে, নির্দিষ্ট নিয়ম ভঙ্গের জন্য দিনে একটি মাত্র চালান জারি করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আপনি কোন একটি নিয়ম ভাঙ্গলেন এবং তার জন্য একটা চালান হলো। তারপরে যদি আপনি আবার সেই নিয়ম ভাঙ্গেন, তাহলে কিন্তু আবার আপনার চালান হবে না। তবে সেটা কিন্তু সমস্ত নিয়মের ক্ষেত্রে কার্যকরী নয়। এমন কয়েকটি নিয়ম রয়েছে, যেখানে আপনি একবার নিয়ম ভাঙ্গলে একবার চালান হবে, এবং পরবর্তীকালে আবারো যদি সেই নিয়ম ভাঙ্গেন, তাহলে একই ভুলের জন্য একই দিনে আরো একবার চালান হবে। ফলে সব মিলিয়ে বারবার আপনার চালান হতে পারে।

এই সমস্ত ভুলের জন্য কাটতে পারে চালান

যদি আপনি ওভার স্পিডিং করেন, তাহলে কিন্তু একদিনে দুই থেকে তিনবার পর্যন্ত আপনার চালান কাটা হতে পারে। তাই কোনোভাবেই ভুল করে বারবার গাড়ি জোরে চালিয়ে দেবেন না। পাশাপাশি, আপনি যদি সিট বেল্ট না পরেন, তাহলে কিন্তু একাধিকবার চালান হতে পারে। তবে বিনা হেলমেটে যদি আপনি বেরিয়ে যান, তাহলে দিনে একবারই চালান হতে পারে। একবার যদি আপনি বাড়ি থেকে হেলমেট না পরে বেরিয়ে যান, তাহলে আপনি পুরো দিনের জন্য আর হেলমেট পরতে পারবেন না। সেই কারণেই পুলিশ এক্ষেত্রে রেয়াত করে দেয়।

Related Articles

Back to top button