গাড়ি চালকদের পাশাপাশি দু চাকা অর্থাৎ মোটরবাইক এবং স্কুটার চালকদের জন্য একাধিক নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এ কথা সত্যি যে রাস্তায় বেরোনোর সময় অনেকেই এত নিয়ম হয়তো মেনে চলেন না কিন্তু না জানার ফলে অনেক সময় অজান্তে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে বসেন অনেকে। রাস্তায় গাড়ি থামিয়ে দেন পুলিশ এবং দিতে হয় মোটা টাকা জরিমানা। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে কার্যকর উপায় হলো রাস্তায় গাড়ি সংক্রান্ত সমস্ত ট্রাফিক নিয়ম জেনে রাখা। তবে অনেক সময় ট্রাফিক আইন সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করে থেকে সরকার। তবে প্রত্যেকটি তথ্যের উপরে অন্ধের মত বিশ্বাস করার আগে সেটি আগে ভালো করে যাচাই করে নেওয়া উচিত। সম্প্রতি এরকম একটি নিয়ম ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে।
বলা হচ্ছে হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি পরে বাইক চালালে নাকি জরিমানা দিতে হবে। অনেক মানুষ এই তথ্যে বিশ্বাস করে নেন। যেহেতু গরমকালে অনেকেই হাফহাতা গেঞ্জি পরে বাইরে বের হন, তাই অনেকেই এই নতুন নিয়ম শুনে ঘাবড়ে গিয়েছেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি পাবলিক ভেহিকেল আইনে কিন্তু এরকম কোন নিয়মের উল্লেখ নেই। অর্থাৎ এই বিষয়ে কিন্তু আপনার চালান লাগবে না। হাফ হাতা জামা পরে বাইক চালালে জরিমানা হবে, এই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য মিথ্যে এবং খোদ কেন্দ্রের সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতির গড়করি এই ব্যাপারে জানিয়েছেন। আজ থেকে চার বছর আগে কেন্দ্রীয় মন্ত্রী এবং তার দপ্তর টুইট করে এই বিষয়ে মানুষদের সচেতন করেছেন।
এই টুইট করে বলা হয়েছে নতুন মোটর ভেহিকেল আইন অনুযায়ী হাফ হাতা জামা পরে গাড়ি চালানোর জন্য চালানের কোন বিধান নেই। মূলত বাইক চালকদের বেশ কিছু ট্রাফিক আইনের মুখোমুখি হতে হয়। দুর্ঘটনা এড়াতে এবং শান্তি বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি। বর্তমানে অনেকে চালকের মধ্যে বিনা হেলমেটে বাইক চালানোর প্রবণতা দেখা যায়। ট্রাফিক আইন অনুযায়ী বিনা হেলমেটে বাইক চালানো দন্ডনীয় অপরাধ এবং এর জন্য ১,০০০ টাকা জরিমানা আপনাকে দিতে হবে। অন্যদিকে ওভার স্পিডে বাইক চালালে ১ হাজার টাকা এবং দ্বিতীয়বার ২ হাজার টাকা জরিমানা বেঁধে দেওয়া হয়েছে। ফুটপাতের উপর দিয়ে বাইক নিয়ে গেলে ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। অন্যদিকে বিনা অনুমতিতে গাড়ি বা বাইক মডিফাই করালেও জরিমানা লাগতে পারে।