বিহারে এনজিও’র রান্নাঘরে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪

পাটনা : শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারে। বিহারের মতিহারির সুগাউলিতে একটি এনজিও সংস্থার রান্নাঘরের বয়লার ফেটে যায়। যাতে মৃত্যু হয়েছে অন্তত চার জনের। আহত হয়েছে আরো অনেকে। এনজিও…

Avatar

পাটনা : শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারে। বিহারের মতিহারির সুগাউলিতে একটি এনজিও সংস্থার রান্নাঘরের বয়লার ফেটে যায়। যাতে মৃত্যু হয়েছে অন্তত চার জনের। আহত হয়েছে আরো অনেকে।

এনজিও সংস্থার নাম নবপ্রভাস। সমস্ত এনজিওগুলোতে দুস্থ অনাথ বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা রান্নাঘরের ব্যবস্থা থাকে। আরশি রান্নাঘরের এ বয়লার এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং যারা মারা গেছেন তাদের পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন, বলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন। আর আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এনজিওর বয়লার থেকে কিভাবে বিস্ফোরণ হলো তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।