নিউজরাজ্য

আবারও ট্রলারডুবি, মাঝ সমুদ্র থেকে ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করল পুলিশ

Advertisement

মঙ্গলবার সুন্দরবনের গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হুল মাঝসমুদ্রে ভাসতে থাকা বারোজন মৎস্যজীবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সুস্থ রয়েছে প্রত্যেকে। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মৎস্যজীবীরা।

সুন্দরবন পুলিশ কর্তা জানান যে সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ গোবর্ধনপুর কোস্টাল থানায় ট্রলার ডুবির খবর আসে। সাথে সাথেই বেরিয়ে পড়েন থানার ওসি অজয়কুমার চন্দ। সাথে নেন পুলিশবাহিনী এবং কিছু সিভিক ভলান্টিয়ার। দীর্ঘ সময় ধরে চলে খোঁজ। বেশ কিছুক্ষণ পর জি-প্লট থেকে ১৮ কিমি দূরে ডুবে যাওয়া ট্রলারটির হদিশ পান তারা। খোঁজ শুরু হয় মৎস্যজীবীদের। বেশ কয়েক ঘণ্টা চেষ্টার পরে ওই ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন পুলিশ।

এইদিন পুলিশ সদস্যদের এই সাহসিকতার জন্য প্রশংসা করেন পুলিশ সুপার স্বয়ং। মঙ্গলবার সকালে মৎস্যজীবীদের থানায় আনা হয়। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পরিবার-পরিজনেরাও ধন্যবাদ জানিয়েছেন উদ্ধারকারী দল এবং প্রশংসা করেছেন পুলিশের সাহসিকতার। তবে কেবল পুলিশদেরই নয়, উদ্ধারকারী দলে থাকা মৎস্যজীবীদেরও সাধুবাদ জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ।

Related Articles

Back to top button