নিউজরাজ্য

Train Cancel: ফেব্রুয়ারির ‘এই’ তারিখে বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন, ঘোষণা করে দিল রেলওয়ে

৫ ফেব্রুয়ারি রেল লাইনের উপরের অংশ ভাঙ্গার কারণে বর্ধমান স্টেশনে সমস্ত ট্রেন বাতিল থাকবে

Advertisement

বর্ধমানের পুরনো রেল ওভারব্রিজ ভাঙ্গার কারণে আগামী ৫ ফেব্রুয়ারি বর্ধমান স্টেশন থেকে সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। এমু, মেমু ও লোকাল প্যাসেঞ্জার ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছে পূর্ব রেলওয়ে। বর্ধমান আসানসোল এবং বর্ধমান রামপুরহাট শাখাতে কোন ট্রেন চলবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বর্ধমান হাওড়া কর্ড এবং মেনলাইনে ট্রেনগুলি চলাচল করবে না বলেই জানিয়েছে তারা। ইতিমধ্যেই এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

ইতিমধ্যেই সেই বিপদজনক রেল ব্রিজ ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। ব্রিজের দুপাশ ভেঙে ফেলা হয়েছে। এরপরে রেল লাইনের উপরের অংশ ভাঙ্গা হবে। জানা যাচ্ছে পুরনো সেতুটিকে তিনটি ধাপে ভাঙ্গা হচ্ছে। প্রথমে ৭-৮ নম্বর প্ল্যাটফর্মের উপরের অংশ এবং তারপর ৪, ৫ এবং ৬ নম্বর প্লাটফর্মের উপরের অংশ ভাঙ্গা হবে। শেষে বাকি অংশটা ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে।

সেতু ভাঙার কারণে ইতিমধ্যেই বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বর্ধমান লাইনে। তবে ৫ ফেব্রুয়ারি রয়েছে সমস্ত ট্রেন বাতিল। পূর্ব রেলের একজন আধিকারিক বলেছেন পুরোনো রেল ওভারব্রিজ ভাঙার কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য শক্তিগড় এবং মশাগ্রাম থেকে বেশ কিছু ট্রেন চালানো হবে। ৫ ফেব্রুয়ারি রেল লাইনের উপরের অংশ ভাঙ্গা হবে এবং সেই কারণে ওই দিন লোকাল ট্রেন বাতিল রাখা হয়েছে। যাত্রীদের যাতে কোন রকম সমস্যা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঐদিন যদি ট্রেন চলাচল বন্ধ না হয় তাহলে বড়সড়ো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কারনে যদি চাই ভেঙে পড়ে অথবা বিদ্যুতের তার ছিড়ে যায়, তাহলে যাত্রীদের জীবনহানি পর্যন্ত হতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া। তবে ওভারব্রিজ ভাঙ্গা হলেও প্ল্যাটফর্ম বা রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। যারা গিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই পুরো ব্রিজ ভেঙে ফেলা হবে। ব্রিজের চারদিকে ঘিরে ফেলে তারপর এই ভাঙার কাজ শুরু হয়েছে এবং ওই এলাকায় যাত্রী এবং বাসিন্দাদের প্রবেশ ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে।

Related Articles

Back to top button