কলকাতানিউজরাজ্য

আগামিকাল রাজ্যে ফের পূর্ণ লকডাউন, জানুন বাতিল কোন কোন ট্রেন

Advertisement

কলকাতা: আগামিকাল ফের রাজ্যজুড়ে লকডাউন। বিমান পরিষেবা তো পুরোপুরি বন্ধ থাকছেই। এবার স্তব্ধ হতে চলেছে রেল পরিষেবা। সাপ্তাহিক লকডাউনের দিনগুলোতে স্পেশাল ট্রেন না চালানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল রেল। এবার তা কার্যকর হতে চলেছে। ফলে সমস্ত রকম স্পেশাল ট্রেন এবার বাতিল থাকবে। তাই কাল অন্য রাজ্য থেকে এরাজ্যে কোনো ট্রেন আসবে না। এখান থেকেও কোনো ট্রেন বাইরে যাবে না। তাই হাওড়া, শিয়ালদহ, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি কোনো স্টেশন থেকেই ছাড়বে না কোনো ট্রেন। যথারীতি ট্রেন আসবেও না।

হাওড়া,শিয়ালদহ, শিলিগুড়ি, খড়গপুর,আসানসোল সহ বেশ কয়েকটি ডিভিশনে আগে থাকতেই ট্রেন বাতিলের কথা জানিয়ে দিয়েছে পূর্ব, দক্ষিন-পূর্ব এবং উত্তর-পূর্ব সীমান্ত রেল। যে সমস্ত ট্রেন আগামিকাল বাতিল থাকছে তার মধ্যে রয়েছে আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, হাওড়া-নিউদিল্লি এসি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউআলিপুরদুয়ার স্পেশাল ট্রেন।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস কাল বাতিল থাকবে। হাওড়া থেকে ভুবনেশ্বর একটি স্পেশাল ট্রেন চালানো হয়। লকডাউনে সেটিও বাতিল থাকবে। এছাড়া কাল যশোবন্তপুর-হাওড়া এবং শালিমার-হাওড়া এই বিশেষ ট্রেন দুটিও বাতিল থাকবে বলে ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে।

Related Articles

Back to top button