Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ, ১ জুলাই থেকে কোন ট্রেনের ভাড়া বাড়বে, দেখে নিন পুরো তালিকা

Updated :  Tuesday, June 24, 2025 4:17 PM
indian railway

ভারতের কোটি কোটি রেলযাত্রীর জন্য বড়সড় ঘোষণা। আসন্ন জুলাই মাস থেকেই ট্রেনে ভ্রমণ করতে গুনতে হবে বাড়তি টাকা। ভারতীয় রেল জানিয়েছে, বহু বছর পর প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের ভাড়ায় সামান্য হলেও বৃদ্ধি আনা হচ্ছে।

রেল সূত্রে খবর, ২০২৫ সালের ১ জুলাই থেকে নতুন ভাড়ার হার কার্যকর হতে চলেছে। এতদিন পর্যন্ত সাধারণ যাত্রীদের জন্য রেল ছিল তুলনামূলক সস্তা এবং সহজলভ্য পরিবহণ ব্যবস্থা। কিন্তু ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে ভ্রমণের খরচ কিছুটা হলেও বাড়তে চলেছে।

কতটা বাড়ছে ট্রেনভাড়া?

নতুন নিয়ম অনুযায়ী,

  • নন-এসি মেল/এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বাড়বে।

  • এসি ক্লাসে এই বৃদ্ধির হার ২ পয়সা প্রতি কিলোমিটার

  • ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে লোকাল ট্রেন ও দ্বিতীয় শ্রেণির ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি।

  • ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে দ্বিতীয় শ্রেণিতে প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা বাড়বে।

  • যাঁরা মাসিক সিজন টিকিট (MST) ব্যবহার করেন, তাঁদের জন্য এবারেও থাকছে স্বস্তি—এই টিকিটে কোনও ভাড়া বৃদ্ধি হচ্ছে না।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, “সামান্য ভাড়া বাড়লেও পরিষেবা উন্নত হলে অসুবিধা নেই।” অন্যদিকে কেউ কেউ মনে করছেন, বারংবার ট্রেন বাতিল, দুর্ঘটনা, পরিষেবায় অনিয়মের পরেও ভাড়া বাড়ানো যৌক্তিক নয়।

টিকিট বুকিংয়েও আসছে বড়সড় পরিবর্তন

শুধু ভাড়া নয়, রেলওয়ে টিকিট বুকিং নিয়মেও আসছে বড়সড় বদল। এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে জানানো হত টিকিট নিশ্চিত হয়েছে কি না। কিন্তু নতুন নিয়মে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ২৪ ঘণ্টা আগেই প্রকাশ করা হবে চার্ট। এতে করে যাত্রীরা আগেভাগেই জানতে পারবেন তাঁদের টিকিট কনফার্ম হয়েছে কিনা।

রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা আরও সহজ করবে। নতুন প্রযুক্তির মাধ্যমে এই চার্ট প্রকাশের পদ্ধতি চালু করা হবে।

জেনে নিন গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নের উত্তর:

১. কবে থেকে কার্যকর হচ্ছে নতুন ট্রেনভাড়া?
১ জুলাই, ২০২৫ থেকে নতুন ভাড়ার হার কার্যকর হবে।

২. কারা ভাড়া বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবেন?
মূলত এসি যাত্রী এবং ৫০০ কিমির বেশি দূরত্বে যাত্রা করা যাত্রীরা।

৩. লোকাল ট্রেনের ভাড়া কি বাড়বে?
না, ৫০০ কিমির মধ্যে লোকাল ট্রেন ও দ্বিতীয় শ্রেণির ভাড়া অপরিবর্তিত থাকছে।

৪. মাসিক সিজন টিকিটে কি পরিবর্তন হবে?
না, MST-এর ভাড়া আগের মতোই থাকবে।

৫. চার্ট প্রকাশের নতুন নিয়ম কেমন?
ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগেই জানিয়ে দেওয়া হবে টিকিট নিশ্চিত হয়েছে কি না।