দেশনিউজরাজ্য

হাওড়া ও শিয়ালদহ থেকে যে সমস্ত ট্রেন চলবে, দেখে নিন তালিকা

হাওড়া ও শিয়ালদহ থেকে যেসব বেসরকারি ট্রেন চলবে। দেখে নিন তালিকা -

Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল। দীর্ঘদিন লকডাউন ছিল দেশে। ফলে সমস্ত পরিবহন ব্যবস্থা একেবারে থেমে ছিল। তবে আনলক পর্বে ধীরে ধীরে সব খুলেছে। যদিও শ্রমিক স্পেশাল ট্রেন বা বিশেষ ট্রেন বাদে অন্য কোনো লোকাল ট্রেন চালু করা হয়নি। এমনকি মেট্রো ও চালু হয়নি। এরই মধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে বেশ কয়েকটি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এরফলে যাত্রীরা যেমন বিশেষ সুবিধা পাবেন, এর সাথে আগের তুলনায় বেশি ভাড়া ও গুনতে হবে। কিন্তু যাত্রীদের বিশেষ সুবিধা হবেই বলে মনে করছে রেল। এই ট্রেনগুলি হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকেও ছাড়বে।

হাওড়া ও শিয়ালদহ থেকে যেসব বেসরকারি ট্রেন চলবে। দেখে নিন তালিকা –

১) রাঁচি থেকে হাওড়া ( ভোর ৬:০০) (দুপুর ১:০৫)

২) হাওড়া থেকে রাঁচি (দুপুর ২:৩০) (ভোর ৫:৩০)

৩) হাওড়া থেকে পুনে (সন্ধ্যা ৬:১০)

৪) পুনে থেকে হাওড়া (ভোর ৬:৫৫)

৫) হাওড়া থেকে চেন্নাই ( রাত ৮:০০)

৬) পুরী থেকে হাওড়া ( রাত ৯:৩০) (ভোর ৬:০০)

৭) হাওড়া থেকে পুরী (রাত ৮:৪০) (দুপুর ৩:০০)

৮) বারাণসী থেকে হাওড়া (বিকাল ৪:১০)

৯) হাওড়া থেকে ভাগলপুর (দুপুর ২:৩৫)

১০) নিউ বঙ্গাইগাঁও  থেকে হাওড়া ( ভোর ৫:২০)

১১) হাওড়া থেকে বঙ্গাইগাঁও (সকাল ৭:০০)

১২) হাওড়া থেকে আনন্দবিহার ( বিকাল ৪:৩৫)

১৩) আনন্দবিহার থেকে হাওড়া (দুপুর ১:৩৫)

১৪) গুয়াহাটি থেকে শিয়ালদহ (রাত ৯:০০)

১৫) শিয়ালদহ থেকে গুয়াহাটি (রাত ১১:৫০)

Related Articles

Back to top button