করোনার হাত থেকে বাঁচতে রেলের যাত্রীদের বাড়ি থেকে আনতে হবে কম্বল
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হাত থেকে যাত্রীদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেল। রেলের তরফে যাত্রীদের জানানো হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এসি কোচের যাত্রীদের কোনো কম্বল দেওয়া হবেনা। যাত্রীদের তাদের বাড়ি থেকেই আনতে হবে কম্বল।
করোনা ভাইরাস প্রতিরোধ করতে রেলের তরফে প্রতিটা স্টেশনে প্রচার করা হচ্ছে। প্রতিটা স্টেশনে রাখা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। রেলের তরফে আরও জানানো হয়েছে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি যদি রেলে ভ্রমণ করেন তবে তাকে রেলের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন : করোনা ভাইরাস রুখতে বিশেষ ব্যবস্থা রেলের, চালু হল হেল্পলাইন নম্বর
কম্বল না দেওয়ার প্রসঙ্গে রেলের তরফে জানানো হয়েছে, রেলের কম্বল ও পর্দা প্রতিদিন পরিষ্কার করা হয়না। তাই সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই যতদিন না ভাইরাসের আতঙ্ক না কমছে ততদিন যাত্রীদের বাড়ি থেকেই আনতে হবে কম্বল। উত্তর রেলের CPRO বলেছেন, ‘আমরা প্রতিটা স্টেশনে মাইকিং এর মাধ্যমে প্রচার চালাচ্ছি। পোস্টার লাগানো হচ্ছে সব স্টেশনে, মানুষকে সতর্ক করা হচ্ছে।’