শনিবার রাত থেকে রবিবার সারাদিন বন্ধ থাকবে প্রায় সব ট্রেন চলাচল

গতকাল জাতির উদ্যেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস রুখতে রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন। বিশেষ দরকার ছাড়া রবিবার কাউকে বাড়ির বাইরে বেরোতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। সেই জনতা কার্ফুর জন্যে শনিবার রাত থেকে রবিবার রাত ১০ টা পর্যন্ত কোনো ট্রেন চলবে না বলে জানালো ভারতীয় রেল। লোকাল ট্রেনের পাশাপাশি মেল ও এক্সপ্রেস ট্রেন গুলিও বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে।

রেলের তরফে জানা যাচ্ছে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলো রবিবার ভোর ৪ টে পর্যন্ত যতদূর পৌঁছাবে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এমনকি এই ট্রেনগুলিতে আইআরসিটিসি খাবারও সরবরাহ করবে না বলে জানিয়েছে। রবিবারে বিভিন্ন রেল স্টেশনগুলিতে আইআরসিটিসির স্টল, জন আহারের স্টল সবই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।