ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবার ট্রেনে ওয়েটিং লিস্টের ঝামেলা হবে শেষ, সবাই পাবেন কনফার্ম সিট, জেনে নিন নতুন সব নিয়ম

এই নিয়মের দৌলতে আপনার ওয়েটিং লিস্টে আর দাড়াতে হবেনা

Advertisement

ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। এই রেলওয়ে নেটওয়ার্ক ভারতের মত একটা বিশাল দেশের সবথেকে বড় কানেকটিং লিঙ্ক। এই ট্রেন পরিষেবা না থাকলে প্রতিদিন মানুষজন নিজের কাজের জায়গায় যেতেই পারতেন না। প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। তবে, বিশেষ করে ঈদ, পূজা, নববর্ষ, শীতকালীন ছুটি, গরমের ছুটি, বার্ষিক ছুটির সময় ট্রেনে যাত্রীদের ভিড় বেড়ে যায়। ফলে অনেক যাত্রীরই টিকিট বুকিং করতে সমস্যা হয়। তাই অনেক সময় বাধ্য হয়ে ওয়েটিং লিস্টে নাম লিখতে হয়।

সেই কারণেই এই ওয়েটিং লিস্টের সমস্যা সমাধানের জন্য ভারতীয় রেলওয়ে একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ওয়েটিং লিস্টের সমস্যা অনেকটাই কমে যাবে। এই পরিকল্পনার আওতায়, পুরনো এবং কম গতিসম্পন্ন ট্রেনগুলিকে তুলে দিয়ে নতুন এবং আধুনিক ট্রেন চালু করা হবে। নতুন ট্রেনগুলিতে বেশি আসন থাকবে। ফলে ট্রেনের সংখ্যা বাড়বে এবং যাত্রীদের জন্য আসন পাওয়ার সম্ভাবনা বাড়বে।

এছাড়াও, ট্রেনগুলির টিকিট বুকিং ব্যবস্থাও আরও সহজ করা হবে। যাত্রীরা অনলাইন এবং অফলাইনে সহজেই টিকিট বুক করতে পারবেন। এই পরিকল্পনা বাস্তবায়নে ভারতীয় রেলওয়ে প্রায় এক লাখ কোটি টাকা বিনিয়োগ করবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে, যাত্রীদের জন্য ট্রেনে যাতায়াত আরও আরামদায়ক এবং সহজ হবে।

পরিকল্পনায় কি কি সুবিধা থাকছে?

১. পুরনো এবং কম গতিসম্পন্ন ট্রেনগুলিকে তুলে দিয়ে নতুন এবং আধুনিক ট্রেন চালু করা হবে।
২. নতুন ট্রেনগুলিতে বেশি আসন থাকবে।
৩. ট্রেনের সংখ্যা বাড়বে।
৪. যাত্রীদের জন্য আসন পাওয়ার সম্ভাবনা বাড়বে।
৫. ট্রেনগুলির টিকিট বুকিং ব্যবস্থা আরও সহজ করা হবে।
৬. যাত্রীরা অনলাইন এবং অফলাইনে সহজেই টিকিট বুক করতে পারবেন। ফলে ওয়েটিং লিস্টের সমস্যা কমে যাবে।

Related Articles

Back to top button