নিউজদেশ

এবার টিকিট ছাড়াই করতে পারবেন ভারতীয় রেলে সফর, আটকাবে না কোনো টিকিট চেকার, জানুন কিভাবে

আপনি যদি এই পুজোর সময় বাড়ি ফিরতে অথবা পুজো কাটিয়ে নিজের গন্তব্যস্থলে যেতে চাইছেন তাহলে এই খবরটি আপনার জানতেই হবে

Advertisement

আপনি কি খুব শীঘ্রই ট্রেনে ভ্রমণ করতে চলেছেন কিন্তু আপনি টিকিট পাচ্ছেন না? তাহলে চিন্তা করার কোন দরকার নেই। যদি আপনাকে কখনো হঠাৎ করে ভ্রমণ করতে হয় এবং আপনার কাছে টিকিট না থাকে তাহলে আপনি রিজার্ভেশন এর নিয়ম ছাড়াই এবারে ভ্রমণ করতে পারবেন খুবই সহজে। এতদিন পর্যন্ত শুধুমাত্র তৎকাল বুকিং ছাড়া এরকম অবস্থা থেকে বেরোনোর কোন রাস্তা ছিল না। কিন্তু এবারে এমন একটি নতুন নিয়ম শুরু করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে যেখানে কোন টিকিট দরকার নেই। অর্থাৎ আপনি রিজার্ভেশন ছাড়াই ভ্রমন করতে পারবেন খুবই সহজে।

রেলের নতুন নিয়ম অনুযায়ী আপনার যদি রিজার্ভেশন করানো না থাকে এবং আপনাকে ট্রেনে করে কোথাও যেতে হয় তাহলে আপনি শুধুমাত্র প্ল্যাটফর্মে টিকিট কেটে নিয়ে ট্রেনে উঠতে পারবেন। আপনি টিকিট চেকারের কাছে গিয়ে খুব সহজেই এই টিকিট তৈরি করতে পারবেন এবং রেলের এই সুবিধার সুযোগ গ্রহণ করতে পারবেন। রেলওয়ে নিজেই এই প্লাটফর্ম তৈরি করেছে এবং এর জন্য আপনাকে শুধুমাত্র এটি প্লাটফর্ম টিকিট ক্রয় করতে হবে। তারপর সেই টিকিট নিয়ে অবিলম্বে টিকিট চেকারের কাছে গিয়ে তার কাছে আপনার গন্তব্য পর্যন্ত একটি টিকিট তৈরি করতে হবে। তবে এই নিয়ম কাজ করবে যদি শুধুমাত্র ট্রেনের সিট খালি থাকে তবেই।

তবে যদি ট্রেনের সিট খালি না থাকে তাহলে টিকিট চেকার আপনাকে রিজার্ভ সিট দিতে অস্বীকার করতে পারে। তবে কখনোই আপনার ভ্রমণ বন্ধ করতে পারবে না। আপনার যদি রিজার্ভেশন করা না থাকে, তাহলে যাত্রীর কাছ থেকে ২৫০ টাকা জরিমানা চার্জ করে আপনার যাত্রার মোট ভাড়া পরিশোধ করে আপনি টিকিট তৈরি করতে পারেন। সেই টিকিট নিয়ে আপনি খুব সহজে যাত্রা করতে পারবেন।

Related Articles

Back to top button