Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kancha Badam: বাদামকাকুর সাথে জমিয়ে নাচল তৃণা-শন, রইল ভিডিও

Updated :  Sunday, April 10, 2022 1:58 PM

গতবছর থেকেই ভুবনবাবুর ‘কাঁচা বাদাম’ গান রীতিমতো মন কেড়েছে সকলের। এই গানের হাত ধরে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন তিনি। গান গেয়ে বাদাম বিক্রি করার অভিনব পদ্ধতির জন্যই তিনি ভাইরাল হয়েছিলেন নেটদুনিয়ায়। এই গানটি গতবছর থেকে শুরু করে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকায় রয়েছে। তারকা থেকে সাধারণ কেউই বাকি নেই এই গানের সাথে রিল ভিডিও বানাতে। এর আগেও তৃণা সাহা এই গানের সাথে একাধিকবার বানিয়েছেন ইনস্টারিল। সম্প্রতি শন ব্যানার্জীর সাথে বাদামকাকুকে নিয়ে আবারো কাঁচা বাদামে ইনস্টারিল বানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একেবারে ক্যাজুয়াল সাজে ছোটপর্দার অভিনেত্রী তৃণা সাহা ও ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেতা শন ব্যানার্জী বাদামকাকু অর্থাৎ ভুবন বাদ্যকরকে সামনে পেয়ে একেবারেই ছাড়তে নারাজ ছিলেন। তাই আবারো তাকে নিয়েই কাঁচা বাদাম গানের সাথে বানিয়ে ফেললেন ইনস্টারিল। ভিডিওটি বানানোর সময় অভিনেত্রীর পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও রিপড জিন্স। অন্যদিকে অভিনেতা পরেছিলেন হলুদ রঙের একটি ট্রান্সপারেন্ট শার্ট ও নীল জিন্স। পাশাপাশি সকলের প্রিয় বাদামকাকুকে সাদা ধুতি-পাঞ্জাবিতে দেখা গিয়েছে। সম্ভবত স্টুডিও পাড়াতেই এই ভিডিও শুট করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে তিনি নিজের স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন ইস্মার্ট জোড়ির মঞ্চে। সম্ভবত সেইদিনেই এই ভিডিওটি বানিয়েছে তারা।

এই মুহূর্তে তৃণা সাহা স্টার জলসার ‘খরকুটো’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে শন ব্যানার্জী স্টার জলসারই অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’এ মুখ্য চরিত্রে রয়েছেন। এনারা দুজনেই ছোটপর্দার অন্যতম জনপ্রিয় দুটি মুখ। বর্তমানের তারকা হিসেবেও সোশ্যাল মিডিয়ার পাতাতে তাদের আনাগোনা কিছু কম নয়। প্রায়ই থেকে থেকে এমন ধরনের রিল ভিডিও তারা বানিয়ে থাকেন তারা। এটা তাদের কাছেও বিনোদনের অন্যতম মাধ্যম। কাজের ফাঁকে স্টুডিও পাড়াতে বাদামকাকুকে পেয়ে তারা একেবারেই সুযোগ হাতছাড়া করতে রাজি হননি।