তৃণা সাহা টেলিপাড়ার জনপ্রিয় মুখ। ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখা৷ এই ধারাবাহিকের পর একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করছেন। আগের বছর লকডাউনের পর থেকে শুরু হয়েছে ‘খড়কুটো’ ধারাবাহিক। এই ধারাবাহিক থেকে তৃন হয়ে উঠেছে সকলের প্রিয় গুণগুণ। প্রথমে এই ধারাবাহিকের টিআরপি প্রথম দিকে থাকলেও এক মাস ধরে টিআরপি সেরা তিন থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। অনেকের অভিযোগ এই ধারাবাহিকে দিন দিন গুণগুণের এই শিশু সুলভ চেহারা একেবারেই পছন্দ নয়। তাই এই ধারাবাহিকে টিআরপিতেই এই পতন দেখা যাচ্ছে।
তবে এর মধ্যে নেটদুনিয়াতে কিছু ইউজার লিখেছেন গুণগুন নাকি চুরি করেছে। এইরকম দাবি করছেন এক জনৈক নেটনাগরিক। সেই ইউজার নেটনাগরিকের। পকি আছে সেই ছবিতে দেখা যাক একনজরে। সেই ইউজার বলেন,এক সেলিব্রেটির ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশন চুরি করেছেন নাকি অভিনেত্রী তৃণা। কার ছবির ক্যাপশন ‘কপি পেস্ট’ করেছেন। প্রমাণ হিসাবে দুটি ছবিও শেয়ার করেছন তিনি। একটি হল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের ছবির লেখা অন্যটি তৃণার।
তৃণার নিজের ছবির উপরের লেখার সঙ্গে বলিউড অভিনেত্রী একটি ছবির উপরের লেখা প্রায় মিলে গিয়েছে। তবে এর মাঝে তৃণা আরো দুটি বাড়তি শব্দ লিখেছেন। যদিও তৃণার অনুগামীরা সেই জনৈক ব্যক্তির সেই দাবি মানতে চাননা। অভিনেত্রীর সমর্থনেই সুর মেলালেন তাঁরা। কেউ কেউ বললেন, আজকাল গুগলে এই ধরণের বহু ক্যাপশনের দেখা পাওয়া যায়। এটা মোটেই চুরি করা বলেনা। সেই লেখাই কি কারো কপিরাইট আছে বুঝি এই পালটা প্রশ্ন করলেন তাঁরা। গুগল থেকে এরকম ক্যাপশন নিয়ে নিজের ছবির পাশে লিখে দেওয়া কোনও অপরাধ নয়।
কেউ বলেছেন, ‘সবাই ক্যাপশন গুগল থেকে এনে দেয়, তৃণার বেলায় দোষ কোথায়? আবার কেউ বলেছেন, ‘এখানে চুরির কি আছে? অনেক কবি বা লেখকদের লেখা অনেকে নিয়ে থাকে। কত জন কবির নাম উল্লেখ করেন। একজন লিখলেন দুজনেই গুগল থেকে টুকেছেন। তাই নেটাগরিকদের একাংশের মত, তৃণা কোনো চুরি করেননি। বেশিরভাগ নেটনাগরিকের মন্তব্য বিভাগে তৃণার পক্ষে করা। তবে এই নিয়ে তৃণা এখনো কোনো মন্তব্য করেননি।