এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি অত্যন্ত হাইভোল্টেজ একটি আসন হয়ে উঠে আসছে। এই নন্দীগ্রাম আসনে একদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বিজেপি কে হারানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে শাসক শিবির। খুলে দেওয়া হয়েছে দুটি দপ্তর। নন্দীগ্রামের দুটি ব্লকে দুটি অফিস খুলে দেওয়া হয়েছে। এবারের নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে চলেছে শাসক শিবির।
এছাড়াও ভোটের সময় মমতার ঠিকানা হতে চলেছে নন্দীগ্রাম। তাই ভোটের মুখে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি আলাদা বাড়ি ভাড়া নেওয়ার কথা চিন্তা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ১৮ জানুয়ারি থেকে ঠিক হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা করতে চলেছে নন্দীগ্রাম আসন থেকে। নন্দীগ্রামের তেখালি মাঠের জনসভায় থেকে এই কথা তিনি ঘোষণা করে দিয়েছিলেন। তারপর, যখন নির্বাচন কমিশনের সমস্ত ভোটের নির্ঘণ্ট ও ঘোষণা করে দেওয়া হল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নাম নন্দীগ্রাম আসনের পাশে লিখে রাখলেন।
তবে নন্দীগ্রাম আসনে কিন্তু মমতাকে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় বিজেপি। বিজেপির হয়ে নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজে আবার মমতাকে হারানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাও আবার ৫০ হাজারের বেশি ভোটে। তাই ইতিমধ্যেই শাসক দলের নেতারা নন্দীগ্রামে যাত্রা শুরু করেছেন। ভোটের কয়েকদিনের জন্য নন্দীগ্রামে একজোড়া অফিস তৈরি করা হয়েছে। তৃণমূল নেতারা বলছেন, দুটি ব্লকের রাজনৈতিক এবং সামাজিক চরিত্র সম্পূর্ণ আলাদা। নন্দীগ্রাম ১ একেবারে সংখ্যালঘু অধ্যুষিত। আবার নন্দীগ্রাম ২ সংখ্যাগুরুদের প্রাধান্য রয়েছে।
তাই এই মুহুর্তে দুটি পৃথক কার্যালয় থেকে পৃথক কৌশল এবং রণনীতি নিয়ে প্রচার করতে শুরু করেছেন তৃণমূল নেতারা। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তারা সেখানে একটি বাড়ি ভাড়া করার ব্যবস্থা করতে চলেছেন। ইতিমধ্যেই নন্দীগ্রাম গিয়ে নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে এসেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। নন্দীগ্রামে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে শুখেন্দু শেখর রায় কে। এছাড়াও নন্দীগ্রামে গিয়ে নির্বাচনের সমস্ত কাজকর্ম সহায়তা করবেন রাজ্যসভার সাংসদ দোলা সেন।