Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জেএনইউ-র অমানবিক হামলার ঘটনায় নিন্দা দেশজুড়ে, দিল্লি পাঠাচ্ছেন তৃণমূল সাংসদদের

ফের রক্তাক্ত হলো জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এবার হামলার অভিযোগ গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। সুত্র থেকে জানা গেছে শনিবার সন্ধ্যায় গার্লস হোস্টেলে একদল বহিরাগত ঢুকে হামলা করে। ব্যাট, লাঠি, লোহার রডসহ তান্ডব…

Avatar

ফের রক্তাক্ত হলো জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এবার হামলার অভিযোগ গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। সুত্র থেকে জানা গেছে শনিবার সন্ধ্যায় গার্লস হোস্টেলে একদল বহিরাগত ঢুকে হামলা করে। ব্যাট, লাঠি, লোহার রডসহ তান্ডব করে এবিভিপি-র গুন্ডা বাহিনী। অধ্যাপিকা সুচরিতা সেন, ঐশী ঘোষ গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়।

এরপর থেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় গোটা দেশবাসীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে বলেন, “এই অমানবিক ঘটনার আমরা নিন্দা করছি। এটি গনতন্ত্রের লজ্জা। জেএনইউ এর প্রতি সমবেদনা জানাতে তৃণমূলের একটি প্রতিনিধি দল দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে দিল্লী যাচ্ছে।” সাজদা আহমেদ, মানষ ভুঁইঞা এবং বিবেক গুপ্তাও থাকবেন এই প্রতিনিধি দলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দেশের এই রাজ্যে প্রথম চালু হবে CAA, নির্দেশিকা জারি বিজেপির

শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীই নন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, “আমি জেএনইউ-র ঘটনায় মর্মাহত। যে দেশে বিশ্ববিদ্যালয়ে ঢুকে হামলা চালানো হয়, সেই দেশ কখনোই এগোতে পারেনা।প্রশাসনের উচিত ছিল দ্রুত পদক্ষেপ নেওয়া।”

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ঘটনার তীব্র নিন্দা করেন। এছাড়া তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন,
“জেএনইউ তে যে হামলা হলো তা সামাজিক ও নাগরিক অধিকার কেড়ে নেওয়ার দৃষ্টান্ত। তবে আমরা ওদের পাশে আছি। যে কোনো সময় আমরা সবরকম সাহায্য করবো।” সমস্ত বিরোধী দলগুলিই জেএনইউ এর পাশে থাকার বার্তা দিয়েছে।

About Author