Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তাপস পালের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের

মারা গেছেন টলিউডের নামকরা অভিনেতা পাশাপাশি রাজনীতিবিদ তাপস পাল। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমগ্র টলিউড।এর মধ্যে তার মৃত্যু নিয়ে বিস্ফোরক হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই তৃণমূল সাংসদ বলেন…

Avatar

মারা গেছেন টলিউডের নামকরা অভিনেতা পাশাপাশি রাজনীতিবিদ তাপস পাল। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমগ্র টলিউড।এর মধ্যে তার মৃত্যু নিয়ে বিস্ফোরক হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই তৃণমূল সাংসদ বলেন CBI ই ওনার মৃত্যুর জন্য দায়ী। তিনি এই অভিযোগ এনে বলেন, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাপস পালকে দিনের পর দিন ধরে জেরা করেছে।যার ফলে তাঁর শরীর ও মন ভেঙে পড়েছিল। তিনি অসুস্থও হয়ে পড়েছিলেন বেশ কয়েকবার। যদিও একাধিক অভিযোগ করা হয়েছিল কিন্তু কোনোটাই প্রমাণ করতে পারেনি।

তা সত্ত্বেও রোজ দীর্ঘসময় ধরে জেরা করা হত। এতে তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হত। যার কারণে আজ অকালে চলে গেলেন তাপস।” শুধু তাই নয় শেষে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “বিরোধীরা হয়তো এটাই চেয়েছিল। এখন তো ওরা খুশি।” মঙ্গলবার ভোররাতে প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় অভিনেতা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে পুরভোট

সিনেমা জগতের পাশাপাশি রাজনীতিতেও ছিলেন তিনি। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে পা। সেই বছর এবং ২০০৬ সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জেতেন তিনি। ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার সাংসদ নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক কেরিয়ার ছিল যথেষ্ট ভালো। তবে কয়েক বছর আগে রোজ ভ্যালি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই তারপর দীর্ঘদিন ধরে অন্যরাজ্যের জেলে ছিলেন তিনি। সেই থেকেই ক্রমশ লোকচক্ষুর আড়ালে যেতে শুরু করেন যদিও ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু তা আর সম্ভব হয়নি।

About Author