নিউজরাজ্য

ত্রানের টাকায় নির্বাচনী ফান্ড সংগ্রহের চেষ্টা তৃনমূলের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

Advertisement

ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিপূরণের টাকা থেকে ভোটের ফান্ড জোগাড় করছে তৃণমূল, এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দুপুরে এমনটাই অভিযোগ করেন তিনি। দিলীপ ঘোষের কথায়, ক্ষতিগ্রস্তদের মিথ্যে তালিকা দিচ্ছে রাজ্য সরকার। আর এই মিথ্যে তালিকা দিয়েই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে। দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপ বাবু এদিন বলেছেন, ‘বুলবুলের ত্রাণ নিয়ে রাজনীতি করছে তৃণমূল। বিজেপি কর্মীদের ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। বিজেপি কর্মীরা বিডিও অফিসে জিজ্ঞেস করলে বলা হচ্ছে ত্রাণ লিস্টে তাদের নাম নেই। কেন্দ্রীয় মন্ত্রীদের আক্রান্ত এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে।

রাজ্যপালকে সঠিক তথ্য জানানো হচ্ছেনা। তাই আমাদের মনে হচ্ছে রাজ্য সরকার বুলবুল নিয়ে তথ্য লুকানোর চেষ্টা করছে। বুলবুল নিয়ে মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা বলছেন ১ লক্ষের কিছু বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এদিকে রাজ্য সরকার বলছে ৫ লক্ষের বেশি।’

দিলীপ বাবুর মতে ক্ষতিগ্রস্তদের তালিকা বিডিও অফিস থেকে জানানো উচিত। যে যে এলাকা বুলবুলে আক্রান্ত হয়েছে সেখানকার ঠিকভাবে সার্ভে করে ছবি তুলে বিডিও অফিসে রাখা হোক। সেখান থেকেই ঠিকভাবে ত্রাণ বিলি করা হোক। তিনি প্রশ্ন করেছেন, ‘এভাবে কি তৃণমূল ভোটের ফান্ড জোগাড় করছে?’

বুলবুল নিয়ে মন্তব্য করার পাশাপাশি রাজ্যপালকে রাজ্য সরকার খাঁচায় ভরে রাখতে চাইছে বলে মন্তব্য করেন দিলীপবাবু। তাঁর মতে রাজ্যপাল বাইরে বেরোলে অনেক অপ্রিয় সত্য কথা সামনে এসে পড়বে, তাই রাজ্যপালকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে।bu

Related Articles

Back to top button