সদ্য বিয়ে হয়েছে অভিনেত্রী তৃণার, নতুন বউয়ের পরনে বোরখা, হু হু করে ভাইরাল ভিডিও
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো। সৌজন্য ও গুনগুনের প্রেমকাহিনী পৌঁছে গেছে ঘরে ঘরে। মধ্যবিত্ত পরিবারের ছেলে সৌজন্য ও ধনী পরিবারের মেয়ে গুনগুনের বিয়ের দৃশ্য দর্শকদের মনোরঞ্জন করেছে। অপরদিকে সিরিয়ালে এই মুহূর্তে পুটুপিসি ও সুকল্যাণের বিয়ে নিয়ে শুরু হয়েছে বেজায় ঝামেলা। পুটুপিসি ও সুকল্যাণের বিয়ের স্বপ্ন প্রায় ভেস্তে যাওয়ার মুখে। ফলে শেষ পর্যন্ত এই বিয়ের কেসের হাল ধরেছে মুখোপাধ্যায় পরিবারের হুল্লোড় গ্যাং। ফলে তারা পেতেছে ফাঁদ। তাদের এই প্ল্যান ক্লিক করে কিনা তা দেখতেই গুনগুন অ্যান্ড টিম ছদ্মবেশে পৌঁছে গিয়েছে রেস্টুরেন্টে। এই সময় গুনগুন পরে নিয়েছে বোরখা যাতে তাকে কেউ চিনতে না পারে। যথারীতি গুনগুনের চরিত্রাভিনেত্রী তৃণা সাহা (Trina saha) বোরখা পরে একটি রিল বানিয়েছেন এবং ইন্সটাগ্রামে শেয়ার করেছেন যেটি সাইবার দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই মুহূর্তে ভোটের মুখে টেলিটাউন ও টলিটাউনে রাজনীতির বিভেদ দেখা দিয়েছে। একে একে সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা যোগ দিচ্ছেন রাজনৈতিক দলগুলিতে। ফলে হিন্দু ধর্মাবলম্বী তৃণার বোরখা পরা ভিডিও ভাইরাল হয়ে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে ভেবে ভয় পাচ্ছেন ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধাররা।
‘খড়কুটো’-র গ্রহনযোগ্যতার কারণে ‘খড়কুটো’-র হিন্দি রিমেক করার কথা ভাবছে সিরিয়ালটির প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’। ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল ব্যানার্জী (Shaibal Banerjee) ও লীনা গাঙ্গুলি (Leena Ganguly) খুব শীঘ্রই মুম্বই পাড়ি দিচ্ছেন ‘খড়কুটো’-র হিন্দি রিমেক তৈরী করার জন্য। মুম্বইতে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হতে চলেছে ‘খড়কুটো’-এর হিন্দি রিমেকের প্রি-প্রোডাকশন। প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে অন্তত তিন-চার মাস লাগবে বলে জানিয়েছেন লীনা। লীনা বলেছেন, গুনগুন ও সৌজন্য-র ভূমিকায় হিন্দিভাষী নতুন বাঙালি প্রতিভা তাঁর পছন্দ। তবে মুম্বইয়ের বাঙালি ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে চান তিনি। লীনা জানিয়েছেন, ‘খড়কুটো’ ও ‘ইচ্ছেনদী’-র হিন্দি রিমেক করা হবে।
এর আগে ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘কে আপন কে পর’-এর হিন্দি রিমেক করা হয়েছে। তবে হিন্দি রিমেক করতে গিয়ে চিত্রনাট্যও কিছুটা পরিবর্তিত করতে হয়। ‘পটলকুমার গানওয়ালা’ ও ‘ভুতু’-র হিন্দি রিমেকের সময় এই ধরনের পরিবর্তন হয়েছিল। তবে নিত্যনতুন হিন্দি কনসেপ্টের ভিড়ে ‘খড়কুটো’-এর হিন্দি রিমেক কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।
https://www.instagram.com/p/CL6LGTph8XY/?utm_source=ig_web_copy_link