Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উত্তাল ত্রিপুরা, ৪৮ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা

Updated :  Tuesday, December 10, 2019 10:23 PM

প্রীতম দাস : সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হবার পর থেকে অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব অঞ্চলগুলোতে প্রতিবাদ আন্দোলন শুরু হয় গেছে। ত্রিপুরা সরকারের বিগপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুর দুটো থেকে ৪৮ ঘণ্টা মোবাইল ইন্টারনেট ব্যাবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

প্রেস মেসেজ ইত্যাদি ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। এই বিলের প্রতিবাদে মঙ্গলবার এএমএসইউ এর তরফ থেকে ভোর তিনটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বনধের ডাক দিয়েছে। বনধের পরিপ্রেক্ষিতে মণিপুরের বিভিন্ন অংশে মঙ্গলবার দোকান, ব্যাবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে বলে সূত্রে খবর।

এমনকি সরকারি ও বেসরকারি যানবাহন পথে চলেনি বলে খবর। রাস্তায় রাস্তায় প্রতিবাদকারীদের মিছিল বের হয়। আন্দোলনকারী দের বক্ত্যব্য, এই বিলে ভূমিপুত্র দের অস্তিত্ব বিপন্ন হবে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন কোনো আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন।