দুর্গাপূজা একেবারে কাছাকাছি চলে এসেছে। তার মধ্যে এবারে মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার সরকারি কর্মচারী এবং কর্মচারীদের বিভিন্ন বিভাগের জন্য একটি উৎসব অনুদান বা পুজোর বোনাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রবিবার। ৮ অক্টোবর থেকে এই উৎসব শুরু হতে চলেছে। তার আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, “রাজ্য সরকার এই বছর বিভিন্ন স্তরের কর্মচারীদের উৎসব বোনাস দিতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বৃদ্ধি পেতে চলেছে এই বছর থেকে। বিভিন্ন স্তরের কর্মচারীরা এই সিদ্ধান্তের মাধ্যমে উপকৃত হতে চলেছেন।”
সরকারের অর্থ বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা পেয়ে যাবেন ২০০০ টাকা করে অতিরিক্ত। PTW কর্মচারীরা, চুক্তিভিত্তিক কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা সাহায্যকারী, হোমগার্ড এবং এসপিও পেয়ে যাবেন ২২০০ টাকা বোনাস।
তবে যদি কেউ অন্যান্য অনুষ্ঠানের জন্য এই বোনাস গ্রহণ করতে চান, সেই অপশন খোলা রয়েছে। বড়দিন, গুড়িয়া পূজা, বুদ্ধ পূর্ণিমা, ঈদ উল আযহা, ঈদুল ফিতর, গুরু নানকের জন্মদিন বা মহাবীর জয়ন্তীর মত বিভিন্ন উৎসবের জন্য এই বোনাস পাওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে সেই কর্মচারীরা কিন্তু দুর্গাপূজার জন্য বোনাস পাবেন না।