Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: ইন্টারনেটে আগুন লাগাল ত্রিশা কর মধুর বেডরুম ভিডিও, রোমান্সে ঘাম ঝরবে

Updated :  Sunday, August 24, 2025 10:47 AM

নজরকাড়া অভিব্যক্তি আর নাচের স্টেপে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ত্রিশা কর মধু।** সাম্প্রতিক সময়ে এই জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী বারবার আলোচনায় উঠে আসছেন তাঁর পুরনো ও নতুন ভিডিওর জন্য। ভক্তরা শুধু তাঁর নতুন গান নয়, পুরনো রোমান্টিক ভিডিওও খুঁজে দেখছেন ইউটিউবে।

ভোজপুরি ইন্ডাস্ট্রির গ্ল্যামার গার্ল ত্রিশা কর মধুর নামেই এখন নেটিজেনদের মধ্যে উত্তেজনা। অভিনয়, নাচ এবং এক্সপ্রেশনের জন্য তিনি যতটা প্রশংসা পেয়েছেন, ততটাই আলোচনায় থেকেছেন তাঁর বোল্ড উপস্থিতির জন্যও। সম্প্রতি তাঁর একটি পুরনো ভিডিও আবারও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে এক নবাগত ভোজপুরি অভিনেতার সঙ্গে রোমান্টিক মুডে দেখা গিয়েছে।

এই ভিডিওতে ত্রিশা লাল রঙের নাইটসুটে স্ক্রিনে হাজির হয়েছেন। তাঁর সঙ্গে নতুন অভিনেতার কেমিস্ট্রি দর্শকদের কাছে বিশেষভাবে নজর কাড়ছে। ভক্তদের মন্তব্যে বোঝা যাচ্ছে, তাঁদের রোমান্স ও কেমিস্ট্রি দর্শকদের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। এটি গেয়েছেন শৈলেন্দ্র গৌতম ও শিবানী সিং। গানটি ইউটিউব চ্যানেল Top Music Bhojpuri-তে প্রকাশিত হয় প্রায় সাত মাস আগে। তবে সাম্প্রতিক সময়ে ভিডিওটি নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে। ইতিমধ্যেই ভিডিওটি ৪ লক্ষাধিক ভিউ সংগ্রহ করেছে।

ত্রিশার জনপ্রিয়তা শুধু নতুন ভিডিওতে সীমাবদ্ধ নয়। ভক্তরা তাঁর পুরনো গান ও ভিডিওগুলোও নিয়মিত খুঁজে দেখছেন। সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন ঘেঁটে দেখা যাচ্ছে, অনেকেই লিখেছেন তাঁরা ত্রিশার পুরনো রোমান্টিক ভিডিওতেও সমান আগ্রহী। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কীভাবে একের পর এক পুরনো ভিডিও হঠাৎ আবার ভাইরাল হচ্ছে? বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমই এখানে বড় ভূমিকা রাখছে। কোনো ভিডিও একবার ভাইরাল হতে শুরু করলেই তা দ্রুত আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায়।

ত্রিশা কর মধু এর আগেও একাধিক কারণে বিতর্কে জড়িয়েছেন। তবে তাঁর ভক্তসংখ্যা কমেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। ভোজপুরি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীর মধ্যে তিনি এখন অন্যতম আলোচিত মুখ।