বাংলা সিরিয়ালবিনোদন

TRP তালিকা: অপুকে হারিয়ে দ্বিতীয় ‘সর্বজয়া’, অন্যদিকে ভালো স্কোর ‘ধুলোকণা’ আর ‘মন ফাগুনে’র

Advertisement

এই সপ্তাহে বাকি সব ধারাবাহিকদের বেশ চিন্তায় ফেলে দিলেন সর্বজয়া। মাত্র ১ মাসের মধ্যেই ইল দর্শকদের মনে পাকাপোক্ত জয় করেছে জি বাংলার এই এই ধারাবাহিক। তবে ধীরে ধীরে হয়তো ভয় বাড়ছে মিঠাইয়ের‌ও। মিঠাই এবারেও ফাস্ট হলেও নম্বর অনেকটাই কমেছে। অন্যদিকে টিআরপি তালিকায় সর্বজয়ার প্রাপ্ত নম্বর দেখার মত। মিঠাই এর নম্বর আগের থেকে এবারের নম্বর খানিকটা কমেছে। অন্যদিকে অপরাজিতা অপু ও নিজের দ্বিতীয় স্থান হারাতে বসলো। সবার জায়গা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে দেবশ্রী থুরি সর্বজয়া। তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় রয়েছে দারুণ চমক। সেরা পাঁচে প্রথম জায়গা করে নিল ধূলোকণা আর অন্যদিকে সেরা দশে নাম লেখালো শনের মন ফাগুন।

প্রত্যেকবারের মতো প্রথম স্থানে রয়েছে জি বাংলার মিঠাই কিন্তু ১১.৪ থেকে এই সপ্তাহে মিঠাই এর নম্বর এসে দাঁড়িয়েছে ১১.২ তে। এই নিয়ে একটু চিন্তায় আছে মিঠাই পরিবার। গত তিন সপ্তাহ ধরে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট ছিলেন দেবশ্রী রায়। এই সপ্তাহে আরও এক ধাপ এগিয়ে দু- নম্বরে উঠে এল ‘সর্বজয়া’। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৯ অন্যদিকে পিছনে ফেলল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’ক। ৮.৪ নম্বর পেয়ে টিআরপির তৃতীয় স্থানে জায়গা করলোঅপু-দীপু।

গত সপ্তাহে সেরা পাঁচে জায়গা হয়নি ‘খড়কুটো’র, তবে এই সপ্তাহে ‘সৌগুন’ জুটি সেরা পাঁচে কামব্যাক করল। মাত্র এক চুলের ব্যাবধানে চতুর্থ স্থান দখল করলো ‘খড়কুটো’। গুনগুনের প্রাপ্ত নম্বর ৮.৪। অন্যদিকে এই সপ্তাহে টিআরপি তালিকায় চমকে দিল ‘ধুলোকণা’র লালন আর ফুলঝুরি । ৭.৮ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবার টিআরপি তালিকায় সেরা পাঁচে স্থান করে নিল লালন-ফুলঝুরির খুনসুটি। অবশ্য এই জায়গাতে আছে আরো এক ধারাবাহিক। যমুনা আর সঙ্গীতের সঙ্গে এই স্থান ভাগ করে নিয়েছে তাঁরা

অন্যদিকে ৭.৬ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার কৃষ্ণকলি। ৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে এগিয়ে রয়েছে জি বাংলার রানী রাসমণি উত্তর পর্ব আবার অষ্টম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। ৬.৮ পেয়ে অষ্টম স্থানে স্টার জলসা শ্রীময়ী এবং জি বাংলার কড়ি খেলা। আর এই প্রথম সেরা দশে জায়গা করলো শন সৃজলার মন ফাগুন। ৬.৭ পেয়ে আগের থেকে অনেকটা এগিয়ে নবম স্থানে রয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে ৬.৬ পেয়ে দশম স্থানে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ এবং বরণ। সুতরাং এই সপ্তাহে টিআরপিতে অনেকটাই এগিয়ে এসেছে স্টার জলসা

 এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা।

১.মিঠাই- ১১.২

২.সর্বজয়া- ৯.০

৩.অপরাজিতা অপু- ৮.৪

৪.খড়কুটো- ৮.৩ (চতুর্থ)

৫.যমুনা ঢাকি,ধুলোকণা- ৭.৮

৬.কৃষ্ণকলি- ৭.৬

৭.রানী রাসমণি উত্তর পর্ব- ৭.০

৮.শ্রীময়ী,কড়ি খেলা- ৬.৮

৯.মন ফাগুন- ৬.৭

১০.মহাপীঠ তারাপীঠ, বরণ- ৬.৬

Related Articles

Back to top button