TRP List: এবারও সেরার সেরা ‘মিঠাই’! যমুনার কাছে হার মানলো খুকুমণি আর অপু
প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে রেজাল্ট আউট হল। বছরের শেষের দিকে সামনে এল ৫০ তম সপ্তাহের টিআরপি তালিকা। ছোট পর্দার কোন ধারাবাহিক কেমন কাজ করছে, তার ফলাফল বেরানোর দিন হল বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে এই টিআরপি তালিকাতে রেটিং চার্টে বিপুল পরিবর্তন দেখা যাচ্ছে। একে অপরকে জোরদার টেক্কা দিয়েই চলেছে প্রতিটা ধারাবাহিক। দেখে নিন এই সপ্তাহে কোন মেগা রয়েছে কোন স্থানে।
এই টিআরপির রেটিং চার্টে গত চল্লিশ সপ্তাহ ধরে শীর্ষ স্থানে একেবারে পাকাপোক্ত জায়গা নিয়ে বসে আছে জি বাংলার ‘মিঠাই’ রানী। এই সপ্তাহেও তার অনথা হয়নি। সকলের প্রিয় মিঠাই আর সিদ্ধার্থ পেয়েছে ১১.২। আপাতত মোদক সুইটস-র সম্মান বাঁচাতে জোর লড়ছে মিঠাই-রানি আর সিদ্ধার্থ, দেখার কী হয়। অন্যদিকে দ্বিতীয় স্থানে একা বসে আছে ‘যমুনা ঢাকি’পেয়েছে ৯.৯ নম্বর। যৌথ ভাবে তৃতীয় স্থানে আছে ‘উমা’ ও ‘খুকুমণি হোম ডেলিভারি’। দুজনের প্রাপ্ত নম্বর ৯.৩ নম্বর। এবারও চতুর্থ স্থানে রয়েছে অপরাজিতা অপু’ পেয়েছে ৮.১ নম্বর এবং পঞ্চম স্থানে পিছিয়ে গেল ‘সর্বজয়া’। নম্বর পেয়েছে ৭.৯ নম্বর।
এই সপ্তাহে ষষ্ঠ স্থানে পিছিয়ে গিয়েছে ‘মন ফাগুন’। পেয়েছে ৭.৮ নম্বর। অন্যদিকে সপ্তম স্থানে জায়গা করলো ‘খেলাঘর’ । এই মেগা ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.৩। আগের থেকে কিছুটা নেমে অষ্টম স্থানে ‘আয় তবে সহচরী’। বরফি আর সহচরীর প্রাপ্ত নম্বর ৭.২। এবার নবম স্থান পেয়েছে, ‘ধুলোকণা’। এই মেগা ধারাবাহিকের প্রাপ্তি ৭.১ নম্বর। আর দশম স্থানে বহাল রইলো গঙ্গারাম। এই ধারাবাহিক পেয়েছে ৬.৮ নম্বর। তবে এই সপ্তাহেও টিআরপি তালিকায় সেরা দশে জায়গা হল না ‘শ্রীময়ী’, ‘খড়কটো’র । এমনকী, অদ্ভুতভাবে ছিটকে গিয়েছে ‘রাণী রাসমণি’ ধারাবাহিক ও।
একনজরে দেখে নেওয়া যাক প্রথম দশে আছে কোন ধারাবাহিকঃ
১.মিঠাই- ১১.২
২.যমুনা ঢাকি- ৯.৯
৩. উমা, খুকুমণি হোম ডেলিভারি- ৯.৩
৪.অপরাজিতা অপু- ৮.১
৫.সর্বজয়া- ৭.৯
৬.মন ফাগুন- ৭.৮
৭.খেলাঘর- ৭.৩
৮.আয় তবে সহচরী-৭.২
৯.ধুলোকণা-৭.১
১০.গঙ্গারাম-৬.৮