TRP List: সকলকে পিছনে ফেলে একে ঋদ্ধি-খড়ি জুটি, পিছিয়ে গেল মিঠাই, ফল খারাপ ধুলোকণারও

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির…

Avatar

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেলেও আবারো ফেল পর্দার উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় পঞ্চমে ‘মিঠাই’। সকলকে টেক্কা দিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে স্টার জলসার ‘গাঁটছড়া’।

এই মুহূর্তে সকলকে পিছনে ফেলে শীর্ষে ঋদ্ধি-খড়ি জুটি। কয়েক সপ্তাহ ধরে এগিয়ে থাকা লালন-ফুলঝুরিও এবার পিছিয়ে তিন নম্বরে। তবে জি বাংলার সকলের প্রিয় উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন ফেল করলো এবারেও। টিআরপি তালিকায় পিছিয়ে পাঁচে স্থান পেয়েছে তারা। মিঠাইয়ের পাশাপাশি অনুরাগের ছোঁয়াও চলতি সপ্তাহে বেশ কিছুটা খারাপ ফল করেছে। চলতি সপ্তাহে রীতিমতো ওলট-পালট হয়ে গিয়েছে একাধিক ধারাবাহিকের স্থানও। নজর রাখা যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-

১) গাঁটছড়া (স্টার জলসা) – ৮.৪
২) আলতা ফড়িং (স্টার জলসা) – ৭.৮
৩) ধুলোকণা (স্টার জলসা) – ৭.৬
৪) গৌরী এলো (জি বাংলা) – ৭.৩
৫) মিঠাই (স্টার জলসা) – ৬.৬
৬) অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) – ৬.৪; জগদ্ধাত্রী (জি বাংলা) – ৬.৪
৭) লক্ষ্মী কাকিমা সুপারস্টার (জি বাংলা) – ৬.৩
৮) সাহেবের চিঠি (স্টার জলসা) – ৬.২
৯) খেলনা বাড়ি (জি বাংলা) – ৫.৯
১০) মাধবীলতা (জি বাংলা) – ৫.৭

চলতি সপ্তাহে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’ ও ‘সাহেবের চিঠি’ খুব কম সময়ের মধ্যেই চলে এসেছে টিআরপি তালিকার এক থেকে দশের মধ্যে। উপরের তালিকায় চোখ রাখলেই স্পষ্ট হবে সবটা।