টিআরপি রেসে ধাক্কা, এগিয়ে এল পরিণীতা, পিছিয়ে গেল কমল পরশুরাম – TRP Rating

বাংলার টেলিভিশন দুনিয়ায় টিআরপি লড়াই সবসময়ই আকর্ষণের কেন্দ্র। দর্শকের পছন্দে কোন ধারাবাহিক এগোল, আর কোনটি পিছিয়ে পড়ল—তা জানার জন্য অপেক্ষা থাকে গোটা সপ্তাহ জুড়ে। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় আবারও বাজিমাত করল পরশুরাম। দু’-এক সপ্তাহ শীর্ষস্থান ফসকে গেলেও, নতুন রেটিংয়ে ফের এক নম্বরে উঠে এসেছে ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার অভিনীত এই ধারাবাহিক।
শীর্ষ প্রতিদ্বন্দ্বী পরিণীতা
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলারই আর এক জনপ্রিয় মেগা পরিণীতা। মাত্র ০.১ নম্বর ব্যবধানেই পিছিয়ে রয়েছে উদয় প্রতাপ সিং ও ঈশানীর কাহিনি। প্রতিদ্বন্দ্বিতা তাই কার্যত কাঁটায় কাঁটায়।
জগদ্ধাত্রী থেকে রানী ভবানী
তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৬.৭), যা আগের সপ্তাহগুলিতেও ধারাবাহিকভাবে শীর্ষের লড়াই চালিয়ে যাচ্ছে। তবে চতুর্থ স্থানে নেমে এসেছে এক সময়ের টপার রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৬)। যদিও শীর্ষ পাঁচে তার অবস্থান এখনও দৃঢ়। পঞ্চম স্থানে রয়েছে ফুলকি (৬.৫)।
উত্থান-পতনের ছবি
ষষ্ঠ স্থানে রয়েছে চিরসখা (৬.৪)। প্লুটোর মৃত্যু পর্বে দর্শকের উত্তেজনা আকাশ ছুঁয়েছিল। এমনকি গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল এই ধারাবাহিক। কিন্তু এ সপ্তাহে তা নেমে এসেছে টপ ফাইভের বাইরে।
সপ্তম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার। গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকটির নাম বারবার এসেছে বিতর্কে। মূল চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া রায় ও জিতু কমলের ব্যক্তিগত বিরোধ প্রকাশ্যে চলে আসায় সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। পরে অবশ্য সমঝোতার বার্তা দিয়েছিলেন দুই অভিনেতাই।
টিআরপি-র সেরা দশ
চলতি সপ্তাহের টিআরপি তালিকা—
পরশুরাম – ৭.০
পরিণীতা – ৬.৯
জগদ্ধাত্রী – ৬.৭
রাজরাজেশ্বরী রাণী ভবানী – ৬.৬
ফুলকি – ৬.৫
চিরসখা – ৬.৪
চিরদিনই তুমি যে আমার/আমাদের দাদামণি – ৬.২
কথা – ৫.৩
অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ (১৫ মিনিট) – ৫.১
তুই আমার হিরো – ৪.৭
নতুন ধারাবাহিকের প্রথম নম্বর
এই সপ্তাহেই প্রথমবার টিআরপি তালিকায় এসেছে দুই নতুন ধারাবাহিক। কম্পাস পেয়েছে মাত্র ২.৯ রেটিং, যা অনেকটাই নড়বড়ে সূচনা। অন্যদিকে, কনে দেখা আলো তুলনায় কিছুটা ভালো ফল করেছে। প্রথম সপ্তাহেই এর রেটিং দাঁড়িয়েছে ৪.৪।