আমেরিকার পাঁচ রাজ্যে ভোট নিয়ে ফ্রড করা হয়েছে, বিস্ফোরক দাবি ট্রাম্পের
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু এখনও তার ফল ঘোষণা হয়নি। গণনা এখনও চলছে। যদিও হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গণনা শেষ হয়ে যেতে পারে এবং এর ফলে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে আমেরিকার প্রেসিডেন্টের মসনদে বসতে পারেন জো বাইডেন। কিন্তু নির্বাচন হওয়ার পরের মুহূর্ত থেকেই ভোট গণনায় কারচুপি নিয়ে সরব হয়েছেন ট্রাম্প। আর এবার তিনি অভিযোগ আনলেন আমেরিকার পাঁচ রাজ্যে ভোট নিয়ে ফ্রড হয়েছে। এমনকি বৈধ ভোট হলে তিনিই একমাত্র জয়ী হতেন, এমনটাও তিনি বলেছেন।
সংবাদমাধ্যমে মুখোমুখি হয় ট্রাম্প বলেছেন, ‘যদি কেবল বৈধ ভোট গণনা করা হয় তাহলে নির্বাচনে আমিই জিতব। নির্বাচন নিয়ে আদলাত পর্যন্ত মামলা পৌঁছবে কারণ এই প্রক্রিয়া সঠিক না৷ নির্বাচনে এরকম প্রতারণা কিছুতেই সহ্য করব না৷ মেল ইন ব্যালটের সম্বন্ধে আগেই জানিয়েছিলাম যে, এটা ধ্বংসাত্মক প্রমাণিত হতে পারে।’
ইতিমধ্যেই নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প আদালতের দ্বারস্থ হয়েছেন। পুনরায় বেশ কয়েকটি রাজ্যে ভোট গণনা করার জন্য পেনসিলভেনিয়া, ফিলাদেলফিয়া আদালতে এই সংক্রান্ত মামলার আরও একটি শুনানি এখনও বাকি আছে। সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক পর্যালোচনা তুঙ্গে, এমনটা বলা যায়।