কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে রয়েছেন ভারতীয় যুবতী ববিতা শেরা। মূলত তিনি তার হটনেস এবং অবিশ্বাস্য ডান্স স্টেপের কারণে জায়গা করে নিয়েছেন নেটিজেনদের কাছে। ইতিমধ্যে ববিতার একাধিক সাহসী ভিডিও আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আজ আমরা আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, সেটি দেখলে অবশ্যই আপনি এই ভারতীয় যুবতীর সাহসিকতা নয়, বরং মনমুগ্ধকর পারফরমেন্সের পরিচয় পেয়ে যাবেন। কারণ, ভিডিওটিতে ববিতা শেরার প্রতিটি স্টেপ হৃদয়ে তীর বিরুদ্ধে করেছে নেটিজেনদের।
ভাইরাল ভিডিওটি সম্পর্কে বলার আগে আমরা আপনাদের বলে রাখি, এই নয় যে সোশ্যাল মিডিয়া সেন্সেশনে একমাত্র ভারতীয় যুবতী হিসাবে নাম উজ্জ্বল করেছেন ববিতা শেরা। ইতিপূর্বে, নিজেদের অবিশ্বাস্য সাহসিকতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন সোফিয়া আনসারী, এঞ্জেল রাই, শ্রীতমা বৈদ্যের মতো একাধিক ভারতীয় যুবতীরা। যারা তাদের হটনেস দিয়ে পাগল করে তুলেছেন নেটিজেনদের। তবে এটা সত্যি যে, খুব কম সময়ের মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারতীয় যুবতী ববিতা শেরা। যার প্রমাণ ইউটিউবে শেয়ার করা তার এই ভিডিওটি।
সম্প্রতি ২০ বছরের এই তরুণী তথা ববিতা শেরাকে জনপ্রিয় হিন্দি গান “তুজকো হি দুলহান বানাউঙ্গা”-তে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গেছে। ভিডিওটিতে ভারতীয় ওই তরুণীর মনমুগ্ধকর পারফরমেন্স রাতের ঘুম উড়িয়েছে তরুণদের। বলিউডের অন্যতম জনপ্রিয় গান “তুজকো হি দুলহান বানাউঙ্গা”-তে মোহনীয় পারফরম্যান্স করতে দেখা গেছে ওই তরুণীকে। শুধুমাত্র দুর্দান্ত পারফরমেন্স নয়, লাল ড্রেসে মায়াবী লুকে নেটিজেনদের হৃদয়ে কম্পনের সৃষ্টি করেছে ওই তরুণী। আমরা আপনাদের বলি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি Babita Shera27 নামক ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে, যা ইতিমধ্যে ২২ লাখের বেশি মানুষ উপভোগ করেছে।