Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tulsi Plant: তুলসীকে জল নিবেদনের সঠিক দিন ও সময় জেনে নিন

Updated :  Saturday, May 20, 2023 2:05 PM

যেকোন গৃহস্থ ঘরে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয়। এই গাছকে মা লক্ষ্মী হিসেবেই পুজো করে থাকেন সকলে। ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী। নারায়ণ পুজো কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। তবে অনেকেই হয়তো জানেন না প্রতিদিন তুলসী গাছে জল দিলে রুষ্ট হন মা লক্ষ্মী। ক্রোধিত হন ভগবান বিষ্ণুও। বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয়, তবে বেশ কিছু নিয়ম আবশ্যিকভাবে পালন করে চলতে হবে।

তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত সময়-
এমন অনেকেই রয়েছেন যারা দিনের যেকোনো সময় চান করার পর তুলসী গাছে জল দেন। তবে এতে যে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু রুষ্ট হন সেকথা অজানা অনেকেরই। যদি প্রতিদিন চান করার পর সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল নিবেদন করা হয়, তবে তা শুভ বলেই মানা হয়ে থাকে। এটি তুলসী গাছে জল প্রদান করার সেরা সময় হিসেবে মানা হয়।

তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত দিন-
প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলেও রবিবার কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিৎ নয়। এটি অশুভ বলে মানা হয়। পাশাপাশি এদিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়াও অশুভ বলেই ধরা হয়। আর ভুলেও যদি এ কাজ কেউ করেন তবে মা লক্ষ্মীর পাশাপাশি রুষ্ট হয় ভগবান বিষ্ণুও।

তুলসী গাছ বাড়িতে রাখলে বেশ কিছু নিয়মের কথা মাথায় রাখতেই হয়-

১) তুলসী গাছ সর্বদা বাড়ির উত্তর কিংবা উত্তর-পূর্ব দিকে রাখতে হয়। কারণ এই দিককে দেবতাদের বাসস্থান হিসেবে ধরা হয়। অন্যদিকে দক্ষিণ-পূর্ব দিক করে কখনোই তুলসী গাছ লাগানো শুভ হয়না। কারণ এটি অগ্নির দিশা বলে মানা হয়।

২) তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই লাগানো বাঞ্ছনীয়।

৩) সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা তোলা শুভ হয়না।

৪) রান্নাঘর কিংবা স্নান ঘরের কাছাকাছি কখনোই তুলসী গাছ রাখা শুভ নয়।

৫) তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখাই বাঞ্ছনীয়।

৬) শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা উচিৎ নয়, কারণ এটি দুর্ভাগ্য বয়ে আনে বলেই মানেন সকলে।

৭) কখনোই অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই। সন্ধ্যা হলেই একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, অন্যথায় ঘনিয়ে আসতে পারে অমঙ্গল।