অভিনয়ের সুযোগ দেওয়ার নামে অভিনেত্রীকে ধর্ষণ, মামলা দায়ের অভিযুক্তদের বিরুদ্ধে

সিরিয়ালে অভিনয় করার সুযোগ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ উঠলো নাগপুরের দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে পুনে বিমানবন্দর থানায় গত ১৪ই মার্চ মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় অন্য এক মহিলার বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ওই অভিনেত্রীর বয়ান অনুসারে জানা গেছে যে, গত জানুয়ারী মাসে মুম্বইয়ের একটি মলে অভিযুক্ত মহিলার সঙ্গে দেখা করার পর, তাকে সিরিয়ালে সুযোগ পেতে সাহায্য করবেন বলে জানান ওই মহিলা। এরপর তার পরিচিত এক প্রযোজক ও পরিচালকের সঙ্গে দেখা করার পরামর্শ দেন অভিযুক্ত মহিলা।

আরও পড়ুন : অবশেষে করোনা প্রতিরোধে আসছে টিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে পরীক্ষা

সেই মতো ৮ই ফেব্রুয়ারী ওই মহিলার সঙ্গে পুনেতে আসেন অভিনেত্রী। এরপর তারা একটি হোটেলে ওঠেন। নিজেদের প্রযোজক ও পরিচালক পরিচয় দিয়ে দুই ব্যক্তি নির্যাতিতার ইন্টারভিউ নিয়ে তাকে সিরিয়ালে অভিনয় করার সুযোগ করে দেবে বলে জানায়।

এখানেই শেষ নয় এরপর তারা অভিনেত্রীর কামরায় এসে অভিযুক্ত মহিলার সঙ্গে বিয়ার পান করতে শুরু করে।তখন ওই দুই ব্যক্তি অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য তার মূল্য চোকাতে বলে।  সেই কথায় রাজি না হওয়ায় অভিযুক্তরা তার ওপর বিয়ারের বোতল নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।