Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rashami Desai: এমন বোল্ড ছবি শেয়ার করলেন এই টিভি অভিনেত্রী, দেখেই হুঁশ উড়ল পুরুষ ভক্তদের

Updated :  Wednesday, August 10, 2022 10:01 AM

রশ্মি দেশাই ছোটপর্দার অন্যতম পরিচিত জনপ্রিয় অভিনেত্রী। ২০০২ সাল থেকে এই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। বড়পর্দা দিয়েই তার অভিনয়ের হাতেখড়ি। প্রথমে একটি অসমীয়া ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর তিনি পা রাখেন বলিউডে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার পরিচিতি যথেষ্ট। সেখানকার দর্শকদের মাঝে অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে ভালোই। ২০০৬ সালের পর হিন্দি টেলিভিশন জগতে ডেবিউ করেন তিনি। জি টিভিতে ‘রাবণ’ ধারাবাহিকে দেখা মিলেছিল তার। সেইসময় থেকে এখনো পর্যন্ত যতদিন গেছে তার জনপ্রিয়তা দর্শকদের মাঝে বেড়েছে আরো। সম্প্রতি নেহা ভাসিনের সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করতে দেখা গিয়েছে তাকে। গানের নাম ‘পারবা’ (Parwah)।

থেকে থেকেই মিডিয়ার চর্চার আলোয় উঠে আসেন রশ্মি। তবে সম্প্রতি নিজের বোল্ড লুকের সূত্র ধরেই চর্চার আলোয় রশ্মি। বর্তমানে অভিনেত্রী হিসেবে প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন তিনি নিজেই, যা ভাইরাল হয় নিমেষে। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। সম্প্রতি এই অভিনেত্রী নিজের সাম্প্রতিক বোল্ড লুকের সূত্র ধরেই নিজের অনুরাগীদের মাঝে ও নেটনাগরিকদের মাঝে চর্চায় রয়েছেন।

সাম্প্রতিক ছবিতে অভিনেত্রীকে ফ্লোরাল প্রিন্টের একটি ডিজাইনার লং পোশাকে দেখা গিয়েছে। অফ-শোল্ডার, হাই থাই স্লিটেড এই পোশাকের সাথে নিজের সাজ পূরণ করার জন্য মানানসই হাই হিল পরতে দেখা গিয়েছে রশ্মিকে। নুড মেকাপে, চুলে টপনট বেঁধেছিলেন অভিনেত্রী। নিজের এই সাম্প্রতিক সাজের সূত্র ধরেই নেটনাগরিকদের অধিকাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী। সম্ভবত কোন বোল্ড ফটোশুটের খাতিরেই এমন সাজে দেখা মিলেছে তার। এই সাজে সোশ্যাল মিডিয়ার পারদ চড়িয়েছেন তিনি, তা আর আলাদাভাবে বলার অপেক্ষায় রাখে না। শুধুমাত্র ক্যামেরার সামনেই নয়, বাস্তবেও যথেষ্ট বোল্ড তিনি, তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে সেকথা। আপাতত বলাই বাহুল্য, নিজের এই লুকের সূত্র ধরেই চর্চায় রশ্মি।