Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিয়ের দেড় বছর পর মা হতে চলেছেন টিভির ‘পার্বতী’, স্বামীর সঙ্গে রোমান্টিক মুহূর্তে ফ্লন্ট করলেন বেবি বাম্প

Updated :  Monday, September 15, 2025 10:18 AM
sonarika bhadoria

ছোটপর্দার জনপ্রিয় মুখ তিনি। ‘দেব কে দেব মহাদেব’-এর পার্বতী চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। সেই অভিনেত্রীই এখন জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন। ৩২ বছর বয়সী অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া জানিয়েছেন, শীঘ্রই তিনি মা হতে চলেছেন।

ভক্তদের সঙ্গে খুশির ভাগ

সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে সোনারিকা নিজের গর্ভাবস্থার খবর প্রকাশ করেছেন। ছবিগুলিতে দেখা গিয়েছে, অভিনেত্রী সাদা বডিকন পোশাকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন, পাশে রয়েছেন স্বামী বিকাশ পরাশর। সেই ছবিতেই স্পষ্ট ফুটে উঠেছে তার বেবি বাম্প। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার।”

মাতৃত্বকালীন ফটোশুটে মুগ্ধ ভক্তরা

গোয়ার সমুদ্রতটে করা এই রোমান্টিক ফটোশুট ইতিমধ্যেই ভক্তদের হৃদয় জয় করেছে। ছবিতে স্বামী-স্ত্রী দুজনকেই হাসিখুশি মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে। বিকাশ পরাশরকে স্ত্রীর প্রতি আদর ও ভালোবাসায় ভরপুর ভঙ্গিতে দেখা গিয়েছে। ছবিগুলি প্রকাশ্যে আসতেই ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। অনেকে আবার লিখেছেন, তাদের জুটি যেন ঈশ্বরের তৈরি এক নিখুঁত জুটি।

sonarika bhadoria

দেড় বছর আগে বিয়ে

সোনারিকা ভাদোরিয়া ২০২৪ সালে ব্যবসায়ী বিকাশ পরাশরকে বিয়ে করেছিলেন। রাজস্থানে রাজকীয় আয়োজনে সম্পন্ন হয়েছিল সেই বিবাহ অনুষ্ঠান। বিয়ের ছবিগুলিও সে সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। বিয়ের দেড় বছর পর এবার মাতৃত্বের সুখবর শেয়ার করলেন অভিনেত্রী।

টেলিভিশন কেরিয়ারে জনপ্রিয়তা

সোনারিকা মূলত ‘দেব কে দেব মহাদেব’ সিরিয়ালে দেবী পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। মিষ্টি হাসি, শক্তিশালী অভিনয় এবং পর্দায় উপস্থিতি দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। সেই জনপ্রিয় মুখ এখন বাস্তব জীবনের নতুন দায়িত্বের পথে।

sonarika bhadoria

ভক্তদের প্রতিক্রিয়া

অভিনেত্রীর পোস্টের নীচে শুভেচ্ছার বন্যা বইছে। অনেকে লিখেছেন, “গড ব্লেস ইউ।” কেউ আবার মন্তব্য করেছেন, “আপনাদের খুশি আমাদেরও খুশি।” ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদে ভরে উঠেছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম টাইমলাইন। অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়ার জন্য এই মুহূর্ত নিঃসন্দেহে বিশেষ। পর্দার পার্বতী এবার বাস্তব জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েই শুরু হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় যাত্রা—মাতৃত্ব।