Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Splendor-এর চেয়েও সস্তায় কিনুন TVS Apache, রইল একাধিক দুর্দান্ত অফার

Updated :  Monday, October 16, 2023 12:40 PM

যদি ভারতে বাইকের বাজারের কথা বলি, সেক্ষেত্রে লো-বাজেটে সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তকমা নিয়ে বসে রয়েছে Hero Splendor। আপনারা জানলে অবাক হবেন, প্রতিমাসে ২ লাখ ইউনিট Hero Splendor বিক্রি করে থাকে সংস্থাটি। যদি হাই-রেঞ্জের বাইকের কথা বলি, তবে এই সেগমেন্টে সর্বাধিক এগিয়ে রয়েছে TVS Apache। তবে এর লো-রেঞ্জের বাইকের দামও লক্ষাধিক টাকার ওপরে হওয়ার কারণে ইচ্ছা থাকলেও অনেকেই তা ক্রয় করতে পারেন না। যার কারণে বিক্রির প্রেক্ষাপটে হিরোর যেকোনো গাড়ির থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে টিভিএস।

তবে আজ আমরা আপনাদের জন্য এমন কয়েকটি দুর্দান্ত ডিল নিয়ে এসেছি, যেখান থেকে মাত্র কয়েক হাজার টাকা খরচ করে দামদার বাইক ক্রয় করতে পারবেন আপনি। তবে চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কিভাবে সময়ের সেরা এই সুযোগটি গ্রহণ করবেন আপনি-

১. TVS Apache 2014: সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয় কেন্দ্র BikeDekho-তে এই মুহূর্তে TVS Apache 2014 মডেলটি বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে গাড়িটি এখনও পর্যন্ত ১০ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে। সেকেন্ড হ্যান্ড এই গাড়িটির বর্তমান বিক্রয় মূল্য মাত্র ২০,০০০ টাকা।

২. TVS Apache 2015: Droom ওয়েব সাইটেও TVS Apache বাইকের উপর ভালো অফার পাওয়া যাচ্ছে। মাত্র কয়েক হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করা এই গাড়িটি দুর্দান্ত কন্ডিশনে রয়েছে। গাড়িটি বিক্রির জন্য এর মালিক ৩০,০০০ টাকা দাম চেয়েছেন।