ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি
আবাসন শিল্প চাঙ্গা করতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ কেন্দ্রের
Advertisement
যে আবাসন প্রকল্প গুলি বন্ধ হয়ে গেছে সেই প্রকল্পগুলি নতুন করে শুরু হতে চলেছে। নতুন করে প্রকল্পগুলিকে চাঙ্গা করতে প্রায় ১০ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য দেবে কেন্দ্র। এলআইসি ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেবে ১৫ হাজার কোটি টাকা। পেনশন ফান্ড ও সভরেইন ফান্ড ও প্রকল্পের টাকা দেবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন ১৬০০ আবাসন প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে, সেগুলিকে আবার নতুন করে গড়ে তোলার পরিকল্পনা করেছে কেন্দ্র। মধ্যবিত্তের যাতে স্বাদ ও সাধ্য দুটোই একসঙ্গে পরিপূর্ণ হয় সেই দিকে খেয়াল রাখতে চলেছে কেন্দ্র সরকার।
আর্থিক বাজারকে চাঙ্গা করতে সম্প্রতি কর্পোরেট কর কমিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় অর্থনীতিকে ঠিকঠাক অবস্থায় ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বেশ তৎপর হয়ে উঠেছে।