Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একলা ঘরে বেসুরো গান গাইলেন অভিনেত্রী, বছর শেষে আসছে চমক, জানালেন টুইঙ্কেল

Updated :  Friday, December 17, 2021 1:31 AM

বলিউডের একসময়ের নামী অভিনেত্রী ছিলেন টুইঙ্কেল খান্না। অবশ্য বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন অনেকটাই। নিজের বেশিরভাগ সময়টাই নিজের পরিবার ও সন্তানদের সাথে কাটাতে পছন্দ করেন অভিনেত্রী। বলিউড স্টার রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে তিনি। ছোট থেকেই সেলেব কিড হিসেবে মানুষ হয়েছেন তিনি। ২০০১ সালে অক্ষয় কুমারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই মুহূর্তে তাদের দুটি সন্তান আরব ও নিতারা।

বর্তমানে অভিনেত্রী বড়পর্দা থেকে দূরে থাকলেও বলিউডের সাথে তার আত্মিক যোগাযোগ রয়েছে, তা নিঃসন্দেহেই বলা চলে। এই মুহূর্তে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। যাতে অভিনেত্রীকে ইউকেলেলে বাজিয়ে বেসুরো গান গাইতে শোনা গিয়েছে। প্রথম চোটে ভিডিওটি দেখে কিছু বোঝা না গেলেও পরে ক্যাপশন পড়ে বিষয়টি পরিষ্কার হবে সকলের কাছে।
Video

ভাইরাল হওয়া ভিডিওতে টুইঙ্কেল খান্নাকে খোলা চুলে, হালকা মেকাপে, ফুলহাতা শার্ট ও ব্ল্যাক জিন্সে দেখা গিয়েছে। নিঃসন্দেহে তাকে দেখতে সুন্দর লাগছিল। তবে হঠাৎ করে তার এই গান গাওয়ার মানে বুঝতে পারছিলেন না কেউই। পরে অবশ্য তার শেয়ার করা ভিডিওর ক্যাপশন দেখে কিছুটা হলেও আন্দাজ করা গিয়েছে বিষয়টি। ক্যাপশন অনুযায়ী চলতি বছরের শেষে নেটফ্লিক্সে আসতে চলেছে এক নতুন চমক! তবে সেটা কি তা পরিষ্কারভাবে জানাননি তিনি। তার কথায়, “আপনারা হয়তো আমার গান শুনতে চান না, কিন্তু আপনারা নিশ্চয়ই বিশেষভাবে নেটফ্লিক্স দেখবেন কারণ এই বছরের শেষে চমক থাকছে আপনাদের জন্য!” তিনি এও জানান, সদ্য সদ্য নেটফ্লিক্স ‘হ্যাপি নিউইয়ার প্রাইজ’ লঞ্চ করেছে। তবে আসল বিষয়টা ঠিক কি তার উল্লেখ করেননি তিনি। সম্ভবত, তার জন্য সকলকে চোখ রাখতে হবে নেটফ্লিক্সে, অপেক্ষায় তার অনুরাগীরা।