Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ট্রেনে ভয়ঙ্কর স্টান্ট করল ভারতীয় যুবক, দেখুন সেই ভিডিও

Updated :  Saturday, October 14, 2023 8:02 AM

আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিযোগিতায় নেমেছে প্রত্যেকেই। নারী হোক কিংবা পুরুষ, মিডিয়া পাড়ায় নিজের অস্তিত্ব রেখে যেতে উঠেপড়ে লেগেছে সবাই। শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য যে সবাই এমনটা করছে তা নয়, সোশ্যাল মিডিয়া বর্তমানের অনেকের উপার্জনের রাস্তায় পরিনত হয়েছে। ফলে প্রত্যেকেই এই প্রতিযোগিতায় নেমেছে ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে। আর এই ফলোয়ার বাড়াতে গিয়ে অনেকেই এমন সব কর্মকাণ্ড করছেন যে, যা তাদের জীবন নাশের কারণ হয়েও দাঁড়াচ্ছে।

আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে ভয়ে রীতিমতো আঁতকে উঠবেন আপনিও। কয়েকটি ভারতীয় যুবক প্ল্যাটফর্মে এই ভয়ংকর স্টান্টটি করেছেন, যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। চলন্ত ট্রেনে কীভাবে এমন ভয়ঙ্কর স্টান্ট করা সম্ভব তা ভেবে অবাক হবেন আপনি। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে @InsaneRealities নামে একটি পেজ পেজ থেকে শেয়ার করা হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে একটি ছেলে ঝুলন্ত অবস্থায় ভয়ঙ্কর স্টান্ট করছে। যদিও ট্রেনের গতি তখন তুলনামূলক ভাবে কম ছিল। তবুও ছেলেটির ওই সাহসী স্টান্ট দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, ওই ছেলেটিকে স্টান্ট করতে দেখে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য একটি ছেলে ছুটে এসে ট্রেনের দরজা ধরে একই ধরনের স্টান্ট করছে। নেটিজেনরা মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিযোগিতায় নাম লিখিয়ে এমন ভয়ঙ্কর স্টান্ট করতে গিয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তে পারে ওই যুবকরা। তাই ভিডিওটির মন্তব্য বক্সে এই ধরনের ভয়ঙ্কর স্টান্ট করা থেকে তাদের বিরত থাকার পরামর্শও দিয়েছেন অনেকেই।