শ্রীনগর: ফের উত্তপ্ত উপত্যকা। ফের রক্তাক্ত হল ভূস্বর্গ। শ্রীনগর সংলগ্ন এলাকায় সিআরপিএফ জওয়ানদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় জঙ্গি। ওই গুলিবর্ষণের জেরেই শহীদ হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ, সোমবার বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ পাম্পের বাইপাসের কাছে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই সময় কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা রাস্তা খোঁড়ার কাজ করছিলেন। ঠিক সেই সময়ে বাইকে করে আসা কয়েকজন অজ্ঞাতপরিচয় জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
কোনও কিছু বুঝে ওঠার আগেই সেই গুলিতে দু’জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে শ্রীনগর পুলিশ। এমনকি ১২টা ৫০ খাতিরে জম্মু ও কাশ্মীরের জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’