Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“মা-মাটি-মানুষের সার্কাসে দুজন জোকার, একজন রোগা, একজন মোটা” তোপ দিলীপের, পাল্টা সৌগত

Updated :  Monday, December 14, 2020 8:40 PM

দিন যত এগোচ্ছে ততোই রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে চলেছে। রাজ্যের শাসক বিরোধী তরজা রোজনামচা হয়ে গিয়েছে। এর মধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এর মধ্যে প্রতিদিন বাকবিতণ্ডা লেগেই থাকে। এবার একই ঘটনা ঘটল সোমবার।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়তে হামলার ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে তলব করা হয়েছিল দিল্লিতে। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কে চিঠি লিখে জানান, তারা দুজন দিল্লিতে আসতে পারবেন। রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের আওতায় পড়ে। কেন্দ্রীয় সরকার এক্তিয়ার বহির্ভূত কাজ করছে। তার দাবি, রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখছে।

তবে এরই মাঝে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ পুনরায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে তোপ দেগে মন্তব্য করেছেন। কল্যাণকে তিনি হরিদাস পাল এবং আধ পাগলা লোক বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই মন্তব্যের জবাব দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করলেন,”দিলীপ ঘোষ মাফিয়া, গুন্ডা। ওর থেকে আমাকে আইনজীবী সার্টিফিকেট নিতে হবে নাকি? সাংসদ হিসেবে দিলীপ ঘোষের এখনো অন্নপ্রাশন অব্দি হয়নি। এই কারণে চিঠি লেখা এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।”

অন্যদিকে সোমবার দক্ষিণ দিনাজপুরে চায় পে চর্চা কর্মসূচিতে আবারো কল্যাণকে বিধলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তার আক্রমণ,”মা-মাটি-মানুষের যাত্রাপালায় বর্তমানে দুজন জোকার। একজন রোগা আরেকজন মোটা। মাঝখানে সৌগত বাবু গিয়েছেন ফেঁসে। অধ্যাপক মানুষ। রাজনীতির বিশেষ কিছু বোঝেন না। তাকে তৃণমূল সামনে এগিয়ে দিয়েছে আর লেজেগোবরে হচ্ছেন।” এই মন্তব্যের পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনো কোনো মন্তব্য না করলেও সৌগত রায় বলেছেন,”দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলে তার প্রতিক্রিয়া দিতে আমার লজ্জা হয়।”