দেশনিউজ

২৪ সেপ্টেম্বর বাংলায় চালু হবে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস, দেখে নিন রুট এবং অন্যান্য ডিটেল

আগামী রবিবার ভারতে ৯টি নতুন বন্দে ভারত চালু হতে চলেছে

Advertisement

ভার্চুয়াল মাধ্যমে ২৪ সেপ্টেম্বর দুটি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুটি বন্দে ভারত ট্রেন হবে যথাক্রমে হাওড়া-রাঁচি ও হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। ২৪ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদি এই ট্রেনের সূচনা করবেন। ভার্চুয়াল মাধ্যমে মোদি মোট ৯টি বন্দে ভারত ট্রেনের সূচনা করতে চলেছেন। এই ট্রেন সাধারণ মানুষের কল্যাণের জন্যই চালু হবে বলে জানিয়েছেন মোদি।

জানা যাচ্ছে, দেশে এই প্রথমবারের মত ৯টি বন্দে ভারত ট্রেন একসাথে চালু হতে চলেছে। এই নয়টি ট্রেনের মধ্যে পশ্চিমবঙ্গ দুটি ট্রেন পেয়েছে। প্রথম ট্রেনটি হাওড়া এবং পাটনার মধ্যে চলবে এবং দ্বিতীয় ট্রেনটি হাওড়া এবং রাঁচির মধ্যে চলবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া পাটনা, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে প্রধানমন্ত্রী নিজেই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। দেশের এই নতুন দুটি ট্রেন নিয়ে ভারত সরকারও বেশ আশাবাদী।

নয়টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার সাথে সাথে ভারতে এই ট্রেনের সংখ্যা এখন বেড়ে ৩৪ হবে। পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র বলেন, এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ আগের থেকে আরো ভালো হবে। এতে যাত্রীরা আরও বেশি করে সুবিধা পাবেন। আসনগুলো আরো আরামদায়ক করা হয়েছে। আসনগুলোর রং লাল থেকে নীল করা হয়েছে বলেও জানিয়েছে তিনি।

আরো অনেক নতুন সুবিধাও রয়েছে এই নতুন ট্রেনে। এই ট্রেনে এবারে সিটের নিচেই মোবাইল চার্জিং পয়েন্টের সুবিধা দেওয়া হয়েছে। জলের ছিটা এড়াতে ওয়াশ বেসিনকে আরও বড় করা হয়েছে। আলোর ব্যবস্থাও উন্নত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে রাজ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। এই ট্রেনগুলি হাওড়া-পুরী, হাওড়া- নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি- গুয়াহাটির মধ্যে চলে।

Related Articles

Back to top button