গত ২৪ দিন টানা করোনামুক্ত ছিল নিউজিল্যান্ড। এরপর গত সপ্তাহেই নিউজিল্যান্ডকে করোনামুক্ত হিসেবে ঘোষণা করে সরকার। ফের নিউজিল্যান্ডে দুই জন রোগীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। জানা গিয়েছে, ওই দুইজন কিছুদিন আগেই ব্রিটেন থেকে নিউজিল্যান্ডে প্রবেশ করেন। এরপর তাদের আইশোলেশনে রাখা হয়। মঙ্গলবার তাঁদের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। টানা দুই মাসের উপর লক ডাউন থাকার পর গত সপ্তাহে ঘোষণা করা হয় নিউজিল্যান্ড করোনামুক্ত।
এরপর সেখানে যাবতীয় বিধিনিষেধ তুলে দেওয়া হয়। জনজীবন ফের চলতে শুরু করে স্বাভাবিক ছন্দে। দেশের মধ্যে সবকিছু স্বাভাবিক চললেও সীমান্তে কড়াকড়ি আরোপ করা ছিল। এরপর সেখানে আর করোনা সংক্রমণের খবর মেলেনি। তবে জরুরি কাজের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য সীমান্তে ছাড় ছিল। আর তারপরেই নিউজিল্যান্ড সরকার ঘোষণা করে নিউজিল্যান্ড করোনামুক্ত।
এরপর গত ৭ই জুন দুই জন মহিলা ব্রিটেন থেকে দোহা ও এরপর ব্রিসবেন হয়ে শেষে আসেন নিউজিল্যান্ড। বাইরে থেকে প্রবেশ করায় তাঁদের রাখা হয় আইশোলেশন ওয়ার্ডে। এদিন তাঁদের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। জানা গিয়েছে, দুই মহিলার বাবা অসুস্থ ছিলেন। তাঁরা যেদিন নিউজিল্যান্ড প্রবেশ করেন সেদিন তাঁদের বাবার মৃত্যু ঘটে। বিশেষ অনুমতি পাওয়ার পর তাঁরা বাবার শেষকৃত্য সম্পন্ন করেন। দুই মহিলা নিজেদের ব্যক্তিগত গাড়িতে ছিলেন এবং তাঁদের সঙ্গে ছিলেন এক আত্মীয়।