নিউজরাজ্য

জগদ্ধাত্রী পুজোর ভিড়ে ট্রেন থেকে পরে মৃত্যু দু’জন যাত্রীর

Advertisement

আবারো একবার ট্রেন থেকে পড়ে মৃত্যু হল দুজন যাত্রীর। বেশ কিছুদিন ধরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজার জন্য হাওড়া-বর্ধমান রুটের সমস্ত ট্রেনে ব্যাপক ভিড়ের সৃষ্টি হচ্ছে। যাত্রীদের পুজো দেখার উদ্দেশ্যে সরকার থেকে বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও ভিড় কমছে না ট্রেনগুলিতে। প্ল্যাটফর্ম ও ফ্লাইওভারে চলাচলের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করছে এই ভিড়। এরই মাঝে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শেওড়াফুলি।

বিগত কয়েকদিনের ন্যায় সোমবারেও আপ লোকালে প্রচন্ড ভিড়ের সৃষ্টি হয়েছিল। আপ বর্ধমান লোকাল রাত নটা পাঁচ নাগাদ শেওড়াফুলি লোকালের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আসার পর শেওড়াফুলি বাজারের রেল গেটের কাজে থাকা কেবিনের সামনে ট্রেন থেকে পড়ে যায় দুজন যাত্রী। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মৃত যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করছে জিআরপি।

মনে করা হচ্ছে ট্রেনে প্রচন্ড ভিড়, ঠেলাঠেলি হচ্ছিল ওইদিন। যাত্রী দুজন দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রচন্ড ধাক্কাধাক্কির ফলে দুজনে পড়ে যান। ট্রেনে গেটের সামনে না দাঁড়ানো, ওঠানামার সময় সতর্ক হওয়া, বাদুড়ঝোলা হয়ে যাতায়াত না করা, এরম মাইকিং করা হলেও রেলপুলিশের কথায় কান না দিয়ে যাতায়াত করার ফলেই এমন ঘটনা ঘটেছে।

Related Articles

Back to top button